হেল্প! হেল্প! হেল্প! কিছুই মনে থাকে নাহ।। হেল্প! হেল্প! হেল্প!

হ্যালো ভাই ও বোনেরা।
আজ আমি হটাৎ একটা প্রোবলেম এ পরলাম। আমার কমপিউটার Restart অথবা অফ করে পরে অন করলে আমার আগে Save করা কোন কিছুই Save থাকে নাহ।
সবকিছু আগের মত হয়ে যায়। আমাকে প্লীজ একটূ তারাতারি হেল্প করেন ইঞ্জেনিয়ার ভাইয়া/বোনেরা। আমি অপেক্ষায় আসি হেল্প এর জন্ন্যে।

হেল্প! হেল্প! হেল্প! কিছুই মনে থাকে নাহ।। হেল্প! হেল্প! হেল্প!

waiting for help

Level 0

আমি John। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Working on SEO


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধারণা করছি আপনি Deep Freeze নামে একটি সফটওয়্যার ইন্সটল করেছেন। যে সব ড্রাইভে ফ্রিজ করা হয় সেই ড্রাইভে কোন কিছু সেভ করলে তা সেভ থাকে না। তবে আপনার উচিত সফটওয়্যারটি রিমুভ করা। তবে এটি রিমুভ করার জন্য Add or Remove অপশনে খুঁজে পাওয়া যাবে না তাই এটি প্রথম আপনাকে ডিসেবল করতে হবে । এটি আনইনস্টল করতে হলে আপনাকে deep freeze এর ট্রাই আইকনে Shift চেপে ডাবল ক্লিক করতে হবে । এরপর আপনার দেয়া পাসওয়ার্ডটি দিন ।
df
Boot Thawed অপশনটি ক্লিক করে Restart দিন । এরপর আপনাকে deep freeze ইনস্টল করার সফটওয়ারটি ডাবলক্লিক করতে হবে তাহলে আনইন্সটল হওয়া শুরু হবে।
যদি সিরিয়াল নাম্বার চাই তাহলে এটি দিবেনঃ NKQ7KD4E-MTRZ4606-6NTTCAFX-Z4APSWN4-ZS65BM43

আর কোন প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে, আসতে পারেন সম্পূর্ন বাংলায় প্রশ্নোত্তর ভিত্তিক প্ল্যাটফর্ম হেল্পফুল হাব এ – http://helpfulhub.com

    Level 0

    এক টন থাঙ্কস ভাইয়া। কাজ হইছে।