গুগল ওয়েবমাস্টার এ ব্লগ URl ইনডেক্স বিষয়ে সাহায্য চাই(আমি নিরুপায়)

                                 

আমি আমার ব্লগ খুলেছি এক মাস হল।  Google Webmasters এ সাবমিট করার পর অনেক URL index হয় ।  কিন্তু কয়েক দিন আগে গিয়ে দেখি মাত্র ১ টা ইনডেক্সড আর অনেক URl ব্লক করা। আমি তারপর-ও ৭-৮ দিন ওয়েট করেছি। কিন্তু URL ইনডেক্স হয় না। অথচ আমি প্রতিদিন পোস্ট করি। আর মজার বিসয় হল URL index না হলেও শুধুমাত্র সাবমিট করলেই তার কয়েক ঘণ্টার মধ্যে গুগল এ সার্চ দিলেই সেই পোস্ট পাচ্ছি। কিন্তু সেই ইউআরএল এখন ইন্দেক্স-ই হই নি।

আমার ব্লগের ইউআরএল ইনডেক্স করাতে আমি কি করব ?? 😥 আর কি করলে ইউআরএল ব্লক হবে না। আমি খুব-ই চিন্তিত টিটি 'র ভাইয়েরা সাহায্য করবেন আশা করি।  হেল্প করলে আমি খুব-ই উপকৃত হব। 

প্রয়োজনে আমার ব্লগটি একবার দেখে সাহায্য করুন।

আমার ব্লগ (টিটি নিয়ম  ১.১৩ অনুসরণে)

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

“আর মজার বিসয় হল URL index না হলেও শুধুমাত্র সাবমিট করলেই তার কয়েক ঘণ্টার মধ্যে গুগল এ সার্চ দিলেই সেই পোস্ট পাচ্ছি। কিন্তু সেই ইউআরএল এখন ইন্দেক্স-ই হই নি।”

ইন্ডেক্স হয়নি কিন্তু সার্চ দিয়ে পেয়ে গেলেন ! নতুন কিছু জানলাম…

robots.txt ফাইলটা চেক করে দেখেন তো ঠিক আসে কি না