একটু সাহায্য চাইছি,( ব্লুটুথ কানেক্টিভিটি প্রব্লেম ) ………

শুভ সন্ধ্যা টিউনার বন্ধুরা । আশাকরি সবাই খুব ভালো আছেন, কিন্তু আমি খুব ভালো নাই। আমি একটা অসুবিধায় পরে গেছি । আমি আমার ল্যাপটপ ( এইচ পি ) এর সাথে আমার মোবাইলের ( নোকিয়া ৫২৩৩ ) ব্লুটুথ কানেকশন করতে পারছি না। আমি ভালো করে দেখেছি মোবাইলের ব্লুটুথ ভিসিবিলিটি শোন টু অল করা আছে। কিন্তু তা সত্ত্বেও ল্যাপটপ থেকে সার্চ করলে নো ডিভাইস ফাউন্ড দেখায়। এখন কি করি বলেন তো ? সাহায্য করলে অনেক উপকৃত হতাম । ভালো থাকুন ..................।

Level 0

আমি মহারাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Need a bluetooth dongle Preice 100TK.

ল্যাপটপ এর ব্লুটুথ ড্রাইভার সফটওয়্যার এর কারনে এটা হতে পারে ।
আমার একবার এই রকম সমস্যা হইছিল ।
নতুন করে ড্রাইভার ইন্সটল দেন অথবা নেট থেকে নতুন ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করেন ।
আশা করি সমস্যার সমাধান হবে ।

মহারাজ ভাই… mobile এর paire device check করেন … full হলে কিছু delete করেন… এছাড়া আপনার laptop এর bluetooth device এ problem হতে পারে …

Level 0

আমার মনেহয় আপনি windows 7 use করেন । windows 7 এ এমন problem হয় । control panel থেকে bluetooth devices>hardware>properties>change settings>driver এইভাবে ড্রাইভার গুলা uninstall করেন তারপর PC restart করেন । তাহলে আপনার ড্রাইভার গুলো আবার install হবে । এবার try করে দেখেন । আপনি যদি পূর্বে ব্লুটুথ দিয়া connect করে থাকেন তবে system restore করেন । এরপরেও যদি কাজ না হয় তাহলে windows vista/XP install করে try করেন । উইন্ডোজ সেভেন দিয়া connect করতে অনেক problem হয় ।