নকিয়া মোবাইলে বাংলা ভাষা যুক্ত Firmware আপডেট বিষয়ক সাহায্য চাই

কি খবর সবার। আশা করি ভালো...

আজ আপনাদের কাছে খুবই গুরু পুর্ন একটি ব্যাপারে সাহায্য চাইতে  আসলাম। আর আজ যে বিষয়ে আমি সাহায্য চাইছি সেটি সফল হলে, সকল নকিয়া  ব্যাবহার কারীরাই লাভবান হবেন।

আমার একটি নকিয়া x2-00 হ্যান্ডসেট আছে, যেটি আমাকে আমার এক মামা সিঙ্গাপুর থেকে পাঠিয়েছিলেন। তো সেই হ্যান্ডসেটটি খুব শান্তিতেই ব্যাবহার করছিলাম। কিন্তু সমস্যা ছিলো একটাই, সেটাতে বাংলা ভাষা ছিলো না। যার ফলে ইন্টারনেট ব্যাবহারের সময় বাংলা দেখতে খুব অসুভিদা হতো। তারপর বাংলা দেখার জন্য অপেরা মিনির Opera:Config সেটিংস পরিবর্তন করে বাংলা পরতে লাগলাম। কিন্তু এখানে ও এক বিপত্তি। এ পদ্ধতিতে মেগাবাইট অনেক বেশি খরচ হয়। তার কিছু দিন পরে আমার এক বন্ধুর হাতেও দেখলাম  নোকিয়া X2-00 হ্যান্ডসেট। কিন্তু ওর টাতে দেখলাম ডিফল্ট ভাবেই মোবাইলে বাংলা দেয়া আছে। ওকে জিগ্যাসা করে জানতে পারলাম যে ও মোবাইলটি বাংলাদেশ থেকে কিনেছে, যার ফলে ওর টাতে ডিফল্ট ভাবেই বাংলা দেয়া আছে। আরও একটা ব্যাপার লক্ষ করলাম, ওর মোবাইলে বাংলা পড়তে আমার তুলনায় মেগাবাইট অনেক কম কাটে যদিও  দুজনের হ্যান্ডসেট ই এক। সমস্যা শুধু আমারটা তে বাংলা দেয়া নেই।

ওর টাতে যদি বাংলা থাকতে পারে তবে আমার টাতে হবে না কেনো, এই চিন্তা নিয়ে শুরু করলাম নেটে খোজা-খোজি। আর জানতে পারলাম যে বাংলা ভাষা যুক্ত Firmware আপডেট করার মাধ্যমে বাংলা যুক্ত করা সম্ভব। কিন্তু একটা সমস্যায় পড়লাম। যার সমাধান পেতে টেকটিউন্সে আজ এই টিউন্টি করলাম।

টেকটিউন্সে এমন অনেক মানুষ আছেন যারা মোবাইল ফ্লাস ও Firmware আপডেট এ অনেক অভিজ্ঞ। যদি কারো এ ব্যাপারে পুর্ব কোন অভিজ্ঞতা থেকে থাকে বা এ ব্যাপারে কোনো কিছু জানা থাকে তবে তাদের কাছে অনুরোধ প্লিয একটু হেল্প করবেন।

অনেকে আমাকে নোকিয়া কাস্টমার কেয়ার/ সার্ভিসিং সেন্টারে যেতে বলেছে। কিন্তু আমি তাদের সাহায্য ছারাই এই কাজটি করেতে চাচ্ছি।

যদি কোন পধতি থেকে থাকে তবে যাদের মোবাইলে বাংলা নেই তারা মোবাইলে বাংলা ভাষা যুক্ত করার মাধ্যমে খুব সহযেই বাংলা পরতে পারবে। আর এতে মেগাবাই ও তুলনামুলক অনেক কম কাটবে।

আশা করি অভিজ্ঞ্রা এ ব্যাপারে সাহায্য বা পরামর্শ প্রদান করবেন।

ধন্যবাদ কষ্ট করে এই পোষ্ট টি পড়ার জন্য...

Level 0

আমি নেটিজেন।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

http://upfile.mobi/126122
eikhane zip file er vitorer sob file ‘c’ drive e resource>fonts e unzip korun. Phone restart din. Taholei InshAllah jekono cfw te Bangla dekhte parben. Ami nokia n8 e xeon belle refresh bebohar korchhi.