লজ্জা লাগছে বলতে, তবুও একটু শুনবেন প্লিজ!

গুগল

ভাইয়েরা, অনেকদিন থেকেই আপনাদের টেকটিউনের লিখাগুলো পড়ি, এতোসব জ্ঞানীদের ভিড়ে নিজেকে প্রকাশ করার সাহস করিনি কখনো।

যাই হোক, আজ একটা সমস্যায় পড়ে আপনাদের কাছে সাহায্য চাইছি। আমি একটা Huawei মোবাইল ব্যবহার করি। এতে জাভা এপ্লিকেশন চালানো যায়। আজ আমি কয়েকটা মোবাইল পিডিএফ সফট ডাউনলোড করে ইন্সটল করলাম। কিন্তু এতে আমার কম্পিউটারে থাকা পিডিএফ বইগুলো পড়তে পারছি না। এমনকি ইংলিশ পিডিএফ বইও পড়া যাচ্ছে না।

উল্লেখ্য, ইবুক ফোল্ডারে টেক্সট ফাইল রেখে অবশ্য পড়া যায়। কিন্তু আমি এই মোবাইলে পিডিএফ ফরম্যাটের বই কি পড়তে পারবো না?

জানালে খুব উপকৃত হবো।

Level 0

আমি arafat99। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সেট মনে হচ্ছে জাভা।যদি তাই হয় তাহলে আপনি ৩০০কেবি-৬০০ কেবি এর বেশি বড় পিডিএফ ফাইল চালাতে পারবেন না।

আর এটা টেক সাইট।এখানে লজ্জা পাওয়ার কিছু নেই।

এই সফটওয়ারটি নামিয়ে নিন… http://www.mediafire.com/download/hsa6v5mne8o84ul/PDF_to_image.exe
তারপর আপনার pdf ফাইলটিকে মোবাইলের উপযোগী করে নিন সফটওয়ারটির দ্বারা।
কিছু না বুঝলে কমেন্ট করবেন।

Level 0

amar java phone er jonno onek aga ekta pdf reader download koracelam. oita te sudhu lekha gulo pora jeto kintu kono image dakha jeto na. reader tar naam amar mona nai. asole java phone er jonno temon valo kono pdf reader nai.