জিপি এমএমএস অটো ডিসকানেক্ট সমস্যা

আমি উইনডোস ৮ ব্যবহার করি ।সাম্পতিক সময়ে টিটিতে দেখলাম 

এক জনদরদি ভাই অটো ডিসকানেক্ট সমস্যা নিয়ে একটা পোষ্ট করছে 

এবং সমস্যা এর সমাধান দিছে ।কিন্তু ডিসকানেক্ট সমস্যা টি আমি 

আমার উইনডোস ৮ এ সমাধান করতে পারতেছিনা।
আমার মুলত সমস্যা হচ্ছে অটো ডয়েলার সফওয়ারটিতে এটা কি ভাবে 

 সেটিং করতে হবে তা ঐ পোষ্টে দেখানো হয়নি এমন কি সাহায্য 

চেয়েও কোন উত্তর নেই ।যা মূলত আমাদের দেশের মানুষের দায়শারা 

স্বভাবের চিএ প্রতিকায়িত করে।
কাজেই আমি বিশ্বাস করি কোন স্ব হৃদয় বান ব্যক্তি এ সমস্যায় সাহায্য 

নিয়ে এগিয়ে আসবেন।
পরিশেষে আমি বলতে চাই আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে যেখানে 

বেশির ভাগ মানুষ দারিদ্য সীমার খুবই নিচে বসবাস করে সেখান 

মানুষের জন্য ইন্টারনেট  একটা সোনার হরিন কেননা এত উচ্চ মূল
 দিয়ে নেট ব্যবহার করতে গেলে নূন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা
 ।কাজেই আমাদের  দেশের মানুষেরা কোন কিছু ফ্রি শুনলে হুমরি খেয়ে 
পরবে এটাই স্বাভাবিক ।
যেখানে মোবাইল ফোন কম্পানি গুলো প্রতি নিয়ত বাঙালির রক্ত চুশে 
খাচ্ছে আর অধিক মুনাফায় ফুলে ফেপে উটছে ।এসব দেখার কি কেউই নেই....................

Level 0

আমি noim2013। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস