এক্সপার্টস বড় ভাইয়ারা সহায্য করুন। ফটোশপ নিয়া ঝামেলায় আছি। ফটোশপ ইন্সটল হয় না। প্লিজ একটু সাহায্য করুন।c ড্রাইব ফরমেট দিলে কি কোন সমস্যা হবে???

আমি উইন্ডউস ৭ব্যাবহার করি। আমার কম্পিউটারে ফটোশপ ৮ ব্যাবহার করি,হঠাৎ করে ফটোশপ নস্ট হয়ে গেছে।নতুন করে ইন্সটল হয় না,কিন্তু একি সফটওয়ার অন্য কম্পিউটারে হয়। কোন সমাধান আছে কি? থাকলে একটু সহযোগিতা করুন। c ড্রাইব ফরমেট দিলে কি কোন সমস্যা হবে???

আমি উইন্ডউস ৭ব্যাবহার করি। আমার কম্পিউটারে ফটোশপ ৮ ব্যাবহার করি,হঠাৎ করে ফটোশপ নস্ট হয়ে গেছে।নতুন করে ইন্সটল হয় না,কিন্তু একি সফটওয়ার অন্য কম্পিউটারে হয়। কোন সমাধান আছে কি? থাকলে একটু সহযোগিতা করুন। c ড্রাইব ফরমেট দিলে কি কোন সমস্যা হবে???

Level 0

আমি মইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি পেলাম আর কি হারালাম কিছুই জানিনা, কি করতে পারলাম আর কি করব সেটা ও জানিনা। প্রযুক্তি কে অনেক ভালবাসি তাই টেকটিউন্সের সদস্য হয়েছি অনেক দিন আগেই কিন্তু টেকটিউন্স পরিবার কে কিছুই দিতে পারিনি।এইবার কিছু দেয়ার চেষ্টাই করব বলে ফিরে আসলাম। আমি এখন বানিজ্য বিভাগে দাদশ শ্রেনীতে পরছি। আমি অল্প...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যখন আপনি ফটোশপ চালু করেন তখন কি গ্লোবাল টেক্স রিসোর্স এ গিয়ে আটকে যেত? হ্যা এই সম্যার কারনে ফটোশপ সিএস 8.0 চালু হয় না। এটা ফন্টের সমস্যা আমি এই সমস্যায় পরেছিলাম পরে আবার 7 সেটআপ করে সমাধান করেছি।