দয়া করে যদি ওয়ার্ডপ্রেস এ দক্ষ কোন ভাই আমাকে সহযোগিতা করতেন ।আমি xampp দিয়ে করা সাইট টি Hosting করতে পাসছি না ,

এর আগে আমি আপনাদের নিঃস্বার্থ সহযোগিতায়  " xampp " এর দ্বারা  Wordpress install  দিয়েছিলাম । এবং কাজও করেছি । কিন্তু এখন আমি  data গুলো ওয়েব সার্ভার সাইট হিসাবে প্রদর্শন করাতে পারছি না । মানে আমি Hosting  করতে পারছি না ।

আশা করি আমি আপনাদের আমার সমস্যা টা বুঝাতে পেরেছি

কাজেই কেউ যদি আমার সমস্যা টা সমাধান করে দিতে পারতেন আমি অনেক খুশি হতাম

ভাল হত এ নিয়ে যদি কেউ একটা টিউন করতেন । চিত্র সহকারে না দিতে পারলেও আমাকে বুঝাতে পারলেও   হবে  ।

Level 0

আমি techlover khokon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কি চাচ্ছেন আপনার এক্সেম্প এ বানানো ওয়েব সাইট অন্য সবাই দেখুক? এটা আসলে সম্ভব নয় । কারণ এটি আপনি আপনার কম্পিউটার এ তৈরি করেছেন । সবাই দেখতে পায় এমন ওয়েব সাইট বানাতে হলে আপনাকে একটি হোস্টিং কিনতে হবে । সেটি থাকবে ইন্টারনেট সার্ভারে ।
আশা করি আমি আপনার প্রশ্ন ঠিক ভাবে বুঝতে পেরেছি ।

আমি চেষ্টা করবো এক্সেম্প নিয়ে বিস্তারিত টিউন করতে ।

    আমি হোস্টিং কিনেছি কিন্তু আমি ” xampp ” তে করা সাইট টি কিভাবে সার্ভার এ দিব বুঝতে পারছি না ।

Level 2

age locale webserver hishebe dekher bebosta korun !

Level 0

আপনাকে আবশ্যই hosting and domain নিতে হবে।তার পর wordpress সেটাপ দিতে হবে আপনার hosting এ।সেটাপ শেষে “xampp ” এর দ্বারা WordPress install দিয়েছেন তার Dashboard –>>tools—->>>export করতে হবে।এর পর hosting এ সেটাপ করা WordPress এ Dashboard –>>tools—->>> import এ যে ফাইটা পাইছেন তা দিয়ে দিন।hosting এর cpanel যান file manager এ wp-content—>>>theme folder এ xampp htdocs থেকে আপনার ব্যবহৃত theme copy করে paste করে দিন ।ঠিক একি ভাবে plugin ও। আশা রাখি আমি আপনাকে বুঝাতে পেরেছি।

    বুঝতে পারছি …ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ । দোয়া করি আপনি যেন আরও অনেক বেশি জাজ্ন অর্জন করতে পারেন ।