সোনার হরিন পাইসি । এখন কি করব দয়া করে কেউ বলেন?

সালাম সবাইকে আপ্নারা  কেমন আসেন ? আমি একজন সাধারন ভিজিটর এই সাইট এর। জাই হোক আমি আপনাদের কাছে  একটা বিসয়ে সাহাজ্জ চাই । ভাই জানরা অনেক চেষ্টা এবং অনেক খাটা  খাটনি করে প্রাই ৪ মাস পর গুগল এডসেন্স পাইলাম। কিন্তু এখন কি করনিও ? কিছু বুজতে পারসি না। মানে কোন  কোন বিসয় গুল মেনে চলা উচিত দয়া করে আমাকে কেউ বলে দেন। আমি বাংলা লাইওন এর মডেম ব্যবহার করি। মদেম ডিসকানেক্ট  করে কানেক্ত করলে নতুন আইপি আসে। আমার প্রস্ন হল এতে কি আমার গুগল এডসেন্স ব্যান্ড হয়ে জাওয়ার কোন সম্ভাবনা আছে  ?  প্লিস এই বিসয় এ কেউ জানলে আমাকে জানান। আমার কি ফিক্সড আইপি নিয়ে গুগল এডসেন্স চালিয়ে জাওয়া উচিৎ ? 

Level 0

আমি teambots। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

মডেম ডিস্কানেক্ট করলে আইপি চেঞ্জ হয় অর্থাৎ ডাইনামিক আইপি দিয়ে অ্যাডসেন্স চালালেও কোন সমস্যা হবে না। কারন গুগল আইপি ছাড়াও আরো অনেক ইনফর্মেশন সংরক্ষন করে রাখে। তাই আপনি নির্ভয়ে চালিয়ে যেতে পারেন। অ্যাডসেন্স এর জন্য যে ইমেইল অ্যাড্রেসটি অন্যের পিসি থেকে ইউজ না করাই ভালো। কারন ভুলবশত যদি ক্লিক পড়ে যায় তাই। সতর্ক থাকা ভালো। আর কোন প্রশ্ন থাকলে http://helpfulhub.com এ জিজ্ঞেস করতে পারেন। (সম্পূর্ন বাংলায় প্রশ্নোত্তর ভিত্তিক প্ল্যাটফর্ম)

google adsense account lalge amar sathe contact koriyen. ami sale korbo..
[email protected]

adsence. Na nonsence