সনি এরিক্সন এক্সপেরিয়া মিনি-কে মডেম বানাতে পারছিনা, আমাকে একটু সাহায্য করুন দয়া করে

আস-সালামু-আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল। আমি টেকটিউনে নতুন এবং এটি আমার প্রথম লেখা। আমি আপনাদের কাছে একটি ব্যাপারে জানতে চাই।

আমি সনি এরিক্সন এক্সপেরিয়া মিনি এন্ড্রয়েড ফোন ব্যবহার করি। আমি এটিকে মডেম হিসেবে ব্যবহার করতে চাই। কিন্তু অনেক চেষ্টা করেও পারলাম না।

আমি ফোনটা পিসিতে লাগালে সেটা New Hard Drive বা pendrive হিসেবে দেখায়। আমি প্রথম যেদিন কানেক্ট করেছিলাম, সেদিন Sony PC companion আপডেট হয়েছিল। আমার এক বন্ধু বলল ফোন কানেক্ট করলেই নাকি মডেমের অপশন আসার কথা। কিন্তু কিছুই পেলাম না।

আরেকটা ব্যপার বলি, আমার ফোনের কোন সফটওয়্যার সিডি ছিলনা। অনেকে বলল সনি এরিক্সনের পিসি সুট নামাতে। আমি প্রায় ৩ টা পিসি সুট নামিয়েছি, কিন্তু কোন কাজ হয়নি। গুগলে সার্চ দিয়ে এক জায়গায় পেলাম, এই ফোন নাকি পিসি সুটে কাজ করবেনা। সনির স্মার্টফোনগুলো নাকি pc companion এ কাজ করে। জানি না কোনটা  সত্য।

আমি এন্ড্রয়েড একদম নতুন ব্যবহার করি। তাই তেমন কিছুই বুঝি না। আমাকে একটু সাহায্য করুন।

আমি কিভাবে আমার ফোনটিকে মডেম বানাবো?

আমার ফোনের মডেলঃ

Sony Ericsson Xperia Mini

Serial: ST15i

OS: Android 4 (ICS)

Level 0

আমি Foysal707। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

use the following
settings- wireless – tethering – , then ok

আপনি PDA Net ব্যবহার করুন।টেকটিউনস-এ PDA Net লিখে সার্চ দিলে এ সংক্রান্ত অনেক লেখা পাবেন। সেখানে বিস্তারিত দেয়া আছে।