pc এর অদ্ভুত রোগ সমাধান দিন ভাই

আমার pc চলতে চলতে হঠাৎ হ্যাং করে রিস্টার্ট বাটন চাপ দিসি আর তারপর ডিসপ্লে সাদা হয়ে গেছে কিন্তু restart হ্য় নাই তারপর ডারেক্ট লাইন অফ করে বন্ধ করছি তারপর থেকে আর অন হয় না।এর আগে কয়েকদিন আগে শুধু একবার এই একি সমস্যা হইছে পরে অন হয় না ।৬-৭ দিন পর দেখি অন হইছে ২ দিন চলার কাল আবার একি স্টাইলে বন্ধ হয়ে যায়।আমি ক্যাবল র‍্যম প্রসেসর হার্ডডিস্ক খুলছি পরিস্কার করছি কিছুই হ্য় না।সোজা কথা পাওয়ার বাটনে চাপ দিলে কোন রেসপনই করে না।৭-৮ মাস হইছে নতুন মাদারবোর্ড লাগাইছি কিন্তু এর আগে এমন হয় নাই।মাঝখানে যেই দুই দিন চলছে খুব সুন্দর চলছে ।pc অন অফ সুন্দর মতই চলছিল। হ্যাং হইলেই সব শেষ।র‍্যাম ৪ জিবি প্রসেসর কোয়াড কোর windows 8। এখন কি করি ? কিভাবে অন করতে পারি? কি ধরনের সমস্যা? একটু যদি হেল্প করতেন।মাথা কাজ করতাছেনা।

Level 0

আমি nir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

motherboard?
processor?