কম্পিউটার কিনবো কিছু সুপরামর্শ চাই।

***আসসালামু আলাইকুম***
(সুপ্রভাত) আশা করি আল্লার রহমতে সবাই ভালোই আছেন।দয়া করে কেউ এরিয়ে যাবেন না কারন আপনার সামান্য মন্তব্য আমার কাছে অসামান্য।আমি টিটি এর সাথে অনেক দিন ধরে আছি, তবে শুধু মাএ ভিজিটর হিসাবে।মানুষ মাত্রেই ভুল,তাই ভুল হলে মাফ করবেন।

আমি ত্রস.ত্রস.সি পরীক্ষার্থী(সাইন্স শাখা) বিগত বিষয়গুলোর পরীক্ষা খুবই ভাল দিয়েছি।আমার জন্য দোয়া করবেন যেন ভাল একটা রেজাল্ট অর্জন করতে পারি।আর কথা বারাব(ড.) না এবার মুল কথায় আসি
বাবার নকিয়া 3110ক এর মাধ্যমে প্রযুক্তির সাথে পরিচয় আর 2011 এ নকিয়ার ই71 এর মাধ্যমে তার সাথে বন্ধুত্ব এই আর কি।এখন এস.এস.সি এর পর একটা কম্পিউটার কিনতে চাচ্ছি তবে এ বিষয়ে আমার ধারনা খুবৈ নগন্য।

তাই বর্তমান প্রযুক্তির(আউটসোর্সিং+কম্পিউটিং) সাথে তাল মিলিয়ে চলতে গেলে নুন্যতম এবং ভাল যে ফিচারগুলো দরকার(মনিটর 18.5inch,Intel core i3/AMD Fx) সেগুলো বলবেন।
আমি চাই আপনারা পিসি এর নুন্যতম এবং মধ্যম এই দুই ধরনের ক্ষমতা সম্পন্ন কম্পিউটার এর দামসহ বর্ননা করবেন অথবা আমাদের মত হতভাগা দের জন্য টিউন করবেন যেন টাকা দিয়ে পন্য কিনে হায় হায় করতে না হয়।এটিই আমর নিবেদন।
ধৈর্য ধরে টিউনটি পরার জন্য অসংখ্য ধন্যবাদ।

My FB ID: http://fb.com/valobashi.akash

Level 0

আমি দুলা ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ki ki kaaj korben pc te?

outsourceing or computing

Level New

tahole hightech graphics diye ki korben?

Comments korar jonno thanks.Ami low and mideum 2 tar e kotha jante chassi.

বাজেট ৩০০০০ এর নিচে হলে dual core 2nd generation নিলে খারাপ হবে না, ৩০০০০ থেকে ৪০০০০ হলে core i3/ amd phenom II ভালই হবে, আর ৪০০০০ এর উপরে i5/i7/amd bulldozer নিতে পারেন। ram 4gb ও hd 500gb এর নিচে ভুলেও নিতে যাইয়েন না। গ্রাফিক্স কার্ড নিলে আমি amd এর গুলো সাজেস্ট করব। তয় ati radeon hd 5450 , 6450 কিনলে পরে হায় হায় করবেন। মার্কেটে ভাল ভাবে দেখে শুনে তারপর কিনবেন।

**ধন্যবাদ** I’m Not Angry and saif_precio Bro সুন্দর কমেন্টস এর জন্য।আমার বাজেট 40,000টাকা এর মধ্যে।আমি আরো বিস্তারিত কিছু আশা করছি।

কি বলে যে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না।যাই হোক অসংখ্য ধন্যবাদ I Am Very Happy And I Know U Are Not Angry হা হা হা @LOLz :p