সাহায্যঃ এডসেন্স এনাবেল সাইটে গান ডাউনলোডের লিঙ্ক দেয়া কি বৈধ?

কেউ যদি তার এডসেন্স এনাবেল ব্লগস্পট সাইটে বাংলা গান বা নাটক ডাউনলোডের লিঙ্ক দেয় তবে কি সেটা এডসেন্স টার্মসের পরিপন্থী হবে? আর গান এবং নাটক দুইটার জন্য কি একই নিয়ম প্রযোজ্য হবে?কেননা বাংলা নাটকের অনলাইন ডাউনলোড নিয়ে নেতিবাচক কথা তো এখনো শুনিনি।

আমি এই ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারছি না।অভিজ্ঞদের সহায়তা কামনা করছি।

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বৈধ তবে ব্লগস্পট ছাড়া অন্য সাইট হলে আর নিজস্ব সার্ভারে এমন কিছু আপলোড করে তার লিংক দিলে যার কপিরাইট ওই সাইটের নয় তা নিয়মের পরিপন্থি। তবে ব্লগস্পটে ব্যাবহার করতে পারেন আর গান বা নাটক দুটি একই নিয়মের আওতায় পড়বে।

    Level New

    যাক না চাইতেই বসের উত্তর।অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই।আপনার মন্তব্যই আশা করছিলাম কেননা আপনাকে দেখেই অনুপ্রাণিত হয়ে আমার সিরিয়াস ব্লগিং/সাইট মেকিং এর শুরু।

    তবে সফটের সিরিয়ালের বেলায় ঝুকি থাকে আর গান গুলো অন্য কোথাও আপলোডের আগে রিনেম করে, রিট্যাগ করে বা সরাসরি অথারাইজড সাইটের লিংক দিল ভাল।

    Level New

    হ্যা ভাইয়া সফটওয়ারের ব্যাপারে জানি।আগে একবার ধরা খাইছি তো তাই!!!!
    আর গানের ক্ষেত্রে তো মিডিয়াফায়ার বা অন্য ফাইল শেয়ারিং সাইটের লিংক দেয়া ছাড়া অন্য কোন উপায় দেখছি না।
    আমি প্রশ্নটা শুধু বাংলা গানের(এবং নাটক) ক্ষেত্রে কিন্তু ভাইয়া।
    সুতরাং ব্লগে ফাইল শেয়ারিং সাইটের লিংক, বাংলা গান ডাউনলোড-এর জন্য।OK?

    না কারন ব্লগে তো আর আপলোড হবে না তাই ব্লগ সেভ

গান/নাটক/সিনেমা এইসবের বেলায় disclaimer বানিয়ে লিখে দেবেন যে আপনি কিছুই হোস্ট করেন না, সব লিঙ্ক উন্মুক্ত ইন্টারনেট থেকে প্রাপ্ত। আপনি নিজেও যদি হোস্ট করেন অন্য ফাইল শেয়ারিং সাইটে, তাহলে ফাইল নামের মধ্যে নিজের কিম্বা ব্লগের নাম দেবেন না। গানের ফাইলে বাড়তি ট্যাগ দিয়ে ব্লগের নাম, আপনার নাম, ফোন নম্বর দেবেন না। তাহলেই সবদিক দিয়ে নিশ্চিন্ত।

    Level New

    ধন্যবাদ আপু।এখনি এটা করে দিচ্ছি