
আমি গুগল ক্রোম ব্যাবহার করি । কিন্তু আজ দুপুর হতে টেকটিউন এ প্রবেশ করতে পারছি না ।প্রবেশ করতে গেলে এই লেখাটি আসে ।
আমি প্রথমে ক্রোমের সমস্যা বুঝেছিলাম তারপরে গুগল ক্রোম আনইনস্টল ,ইনস্টল করে দেখেছি ।একই সমস্যা................একই লেখা আসে ।তারপরে আমি মজিলা ব্যবহার করে দেখেছি কোন সমস্যা নেই । কিন্তু ক্রোমের চাইতে মজিলা একটু ধীরগতির মনে হয় ।তাই আমি ক্রোম ব্যবহার করতে চাই । এই সমস্যাটা একটু সলব করে দিন ।
আমি Asaduzzaman Sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।