ব্লগার ভাইয়েরা একটু হেল্প করেন। খুব সমস্যায় আছি।

ব্লগিং এ আমি একেবারেই নতুন। তবে ওয়ার্ডপ্রেস এবং ব্লগার সম্পর্কে বেসিক ধারনা আছে। এস,ই,ও সম্পর্কেও মোটামুটি ভাল ধারনা আছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ব্লগার ভাইয়েরা দয়াকরে নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে হেল্প করবেন।

প্রশ্ন ১/ হোম পেজ ব্যতিত অন্য পেজে আর্টিকেল পোস্ট করবো কিভাবে?

প্রশ্ন ২/ ফুল পোস্ট শো না করে সংক্ষেপে পোস্ট দেখাবো কিভাবে?

প্রশ্ন ৩/ হোম পেজে সংক্ষিপ্ত পোস্টে  Read More... যোগ করবো কিভাবে?

আমি জানি যারা পুরাতন ব্লগার তারা আমার প্রশ্নগুলো পড়ে এতক্ষনে হাসা শুরু করে দিয়েছেন। কিন্তু ভাই জানেনিতো না জানার অনেক বিপদ। এই বিষয় গুলো আগে শিখে নেয় তারপর দেখেন আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করবো।

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে পেজ এ পোস্ট টি দিতে চান সেই পেজের নাম লেবেল এ লিখুন, আর যতটুকু লেখা হোম পেজ এ দিতে চান সেই লেখার পর insert jump break এ ক্লিক করুন। ধন্যবাদ

apni banglahacks.blogspot.com ai site ti dekte paren. akhane apnar sob problem er somadhan deya ase.

ভাই আপনি যদি ব্লগস্পটে করতে চান তবে http://www.janlewala.com/search/label/Blogspot?max-results=7 এখানে যেতে পারেন। আর আপনি পেজে নতুন নতুন পোস্ট করতে পারবেন না। তবে ক্যাটাগরি ভিত্তিক পোস্ট সাজিয়ে নিতে পারবেন।

ব্লগার এক্সপার্ট ভাইরা যদি সাহায্য করতেন অনেক উপকার হতো।

সমস্যার পটভূমিঃ
১। ব্লগ খুলার এক মাসের মধ্যে গুগুল এড পাই কিন্তু তখনও আমার এ সম্পর্কে তেমন ধারণা ছিল না। এড পাই এটা বুজতে পারি কারণ ব্লগে এড দেখাচ্ছিল। কিন্তু কিছু দিন পর ব্লগের নাম পরিবর্তন করি।
২। এড পাবার সম্ভাব্য দুই বা তিন দিন পর থেকে এড বন্ধ হয়ে যায়। এটা নাম পরিবর্তনের আগে না পরে তা এখন মনে নেই।
৩। আমি এপর্যন্ত প্রায় একশ পোস্ট করেছি। তার মধ্যে নামি ধামি সাইটের কিছু পোস্ট কপি করে দিয়েছি।
৪। পরবর্তিতে আরও কয়েক বার গুগুলে আবেদন করি কিন্তু এপ্রুভ করেনি।
৫। আমার সাইটের সাইট ম্যাপ গুগুলে সাবমিট করিছি এবং সবগুলো লিঙ্ক ইনডেক্স করেছে কিন্তু এস ই ও কোয়াকে আমার সাইটের ইনডেক্স জিরো দেখায়।
৬। আমি ইনফোলিঙ্কে এপ্লাই করি কিন্তু এপ্রুভ হয় নি।
৭। আমার ব্লগের লিঙ্কঃ http://learnerarea.blogspot.com/ [এভাবে দেবার জন্য দুঃখিত]

আমার প্রশ্নঃ
১। আমি যদি নতুন ডোমেইন নেম নিয়ে কপি করা পোস্ট গুলো সাইট থেকে ডিলিট করে দেই এবং মানসম্মত পোস্ট করি তাহলে কি পুনরায় গুগুল এডস পাবো?
২।গুগুল এডস যদি আর না পাই তাহলে কি ব্লগ সাইট চালিয়ে যাওয়া ঠিক হবে নাকি নতুন করে একাউন্ট খুলে আবার শুরু করতে হবে?
৩। বা, এই অবস্থায় আমার কি করা উচিত?

অনেক প্রশ্ন করে ফেললাম, আপনারা হয়তো বিরক্ত হবেন কিন্তু কি আর করার উত্তর পেলে আমার অনেক উপকার হয় এবং আমি একটি সিদ্ধান্তে আসতে পারি।
তাই প্লিজ, একটু কষ্ট করে হেল্প করূণ।