
ব্লগিং এ আমি একেবারেই নতুন। তবে ওয়ার্ডপ্রেস এবং ব্লগার সম্পর্কে বেসিক ধারনা আছে। এস,ই,ও সম্পর্কেও মোটামুটি ভাল ধারনা আছে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ব্লগার ভাইয়েরা দয়াকরে নিচের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে হেল্প করবেন।
প্রশ্ন ১/ হোম পেজ ব্যতিত অন্য পেজে আর্টিকেল পোস্ট করবো কিভাবে?
প্রশ্ন ২/ ফুল পোস্ট শো না করে সংক্ষেপে পোস্ট দেখাবো কিভাবে?
প্রশ্ন ৩/ হোম পেজে সংক্ষিপ্ত পোস্টে Read More... যোগ করবো কিভাবে?
আমি জানি যারা পুরাতন ব্লগার তারা আমার প্রশ্নগুলো পড়ে এতক্ষনে হাসা শুরু করে দিয়েছেন। কিন্তু ভাই জানেনিতো না জানার অনেক বিপদ। এই বিষয় গুলো আগে শিখে নেয় তারপর দেখেন আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করবো।
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যে পেজ এ পোস্ট টি দিতে চান সেই পেজের নাম লেবেল এ লিখুন, আর যতটুকু লেখা হোম পেজ এ দিতে চান সেই লেখার পর insert jump break এ ক্লিক করুন। ধন্যবাদ