মূলত টেকটিউন্সের কোন ফ্রিল্যান্স টিউটোরিয়ালই স্বয়ংসম্পূর্ন নয়

মূলত টেকটিউন্সের কোন ফ্রিল্যান্স টিউটোরিয়ালই স্বয়ংসম্পূর্ন নয় বলে আমি মনে করি। বহূ টিউন পড়েছি আমি। কোন টিউন দ্বারা আমি পুরো একটি বিষয়ে পারফেক্ট হতে পারলাম না। তাই, এক্সপার্টদের কাছে আমার একান্ত প্রত্যাশা নিয়ে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এ সমস্যা সমাধানের জন্যে।

টেকটিউনস এর অনেক পাঠক ই একেবারে নতুন। তাই কোন টিউন যখন আলোচনা করা হবে তখন তা পুরো আলোচনা করা দরকার যাতে তা beginnerদের বুঝতে সুবিধা হয়। প্রথম দু’চার টি টিউন করে অনেক কমেন্ট পেলে টিউনাররা বেশ গর্ব অনুভব করেন। টিউন দ্বারা যদি পাঠকের কোন উপকার ই না হয় তবে কী গর্বিত হওয়া যায়?
ধরলাম আমি SEO এর কাজ শিখতে চাই। এখন টিটির টিউটোরিয়াল দ্বারা কি তা পুরো শেখা সম্ভব?
Expert দের কাছে এ প্রশ্নের উত্তর আমি প্রত্যাশা করছি।
বহূ এক্সপার্টদেরFREELANCER.COM, ODESK.COM,WORDPRESS, WEB DESIGN এর ওপর লেখা টিউটোরিয়াল গুলো পড়েছি । কিন্তু সেখানে কেবল মাত্র কিভাবে accountতৈরি করা যায়, menumenu পরিচিতি এবং কিভাবে ব্যাঙ্ক থেকে টাকা তোলা যায় (withdrawwithdraw process process) তা দেখানো হয়েছে।

যখন কোন টিউটোরিয়াল এর শিরোনাম দেখি -“ কিভাবে ফ্রিল্যান্সার হবেন/করবেন”, “ঘরে বসে ওডেস্কের কাজ শিখুন” তখন আমি মনে করলাম , যাক এবার আমার ফ্রিল্যান্সার হওয়া ঠেকায় কে?

কিন্তু পরক্ষণে দেখলাম Account Profile, Menu Details & Withdraw systemছাড়া আর কিছুই নেই সেখানে। আমাকে কী কাজ করতে হবে , কিভাবে কাজ করতে হবে এসবের কোন বালাই নেই। ওসব টিউটোরিয়াল পড়ে আমার/আমাদের কোন লাভ আছে?

ধান লাগাবার জন্যে অনেক খাটাখাটুনি করে জমি তৈরি করে নিলাম অথচ ধান চারা কিভাবে রোপন করতে হয় তাই দেখলাম না, বুঝলাম না তাহলে আর ৭০০টাকা ধানের মণ হিসাব করে কি লাভ?

আরিফুল ইসলাম শাওন ভাই কে অনেক ধন্যবাদ। তিনি তার earntricks.com এ দেখিয়ে দিয়েছেন কিভাবে microworkers.comএ কাজ করতে হয়, কাজের ধরন কি রকম হয়। তিনি সেখানে এ ব্যাপারে বিশদ বর্ননা করেছেন। আমি মনে করি এভাবেFREELANCER OR ODESK এর কাজের নিয়ম নিয়ে টিউটোরিয়াল করলে সবার জন্যেই তা বুঝতে সুবিধা হবে।
আমি এক্সপার্টদের দৃষ্টি আকর্ষণ করছি – যখন আপনারা কোন টিউটোরিয়াল করবেন দয়া করে তার সাথে কাজের ধারা গুলো বর্ননা করবেন।

ওয়েব ডিজাইন নিয়ে যারা আলোচনা করেন তাদের তো শুধূমাত্র HTML & CSSএর শুরুটাই শেষ হলো না । এভাবে এইচটিএমএল এর শুরু নিয়ে পড়ে থাকলে কি করে আমাদের পক্ষে শেখা সম্ভব?
Expert দের কাছে আমার প্রত্যাশা যখন পেজ ডিজাইন নিয়ে আলোচনা করবেন তখন পেজের সাথে সংযুক্ত ছবি গুলো rar/zipফাইল করে লিঙ্ক এটাচ করে দিবেন, এতে করে আমাদের মেনু ডিজাইন , পেজের কমেন্ট বক্স, কালার কম্বিনেশন গুলো বুঝতে সুবিধা হবে। আর আমার মনে হয় একসাথেHTML & CSS শিখালে আমাদের অনেক সুবিধা হবে।

আমি কথা গুলো লিখতাম না । লিখলাম এই জন্যে যে, কয়েকদিন আগে আমি এক ফ্রিল্যান্সার ভাই এর কাছে SEO শিখার জন্যে গেলাম । তার দাবি শিখতে সময় লাগবে ৩ মাস। আর তাকে পেমেন্ট দিতে হবে ২০০০০ টাকা। তিনি আমাকে বলেন এ কাজের জন্যে আমাকে ১০০০০ টাকার সফটওয়ার installINSTALLIIINSTALL করে দিবেন। আমি তখন মনে করলাম তাহলে তো ভালোই ভেজাল।

আমি এক্সপার্টদের কাছে জানতে চাচ্ছি যে, উক্ত ফ্রিল্যান্সার এর ১০০০০ টাকার সফটওয়ারের দাবি টা কি সঠিক?

পরিশেষে এক্এক্সপার্টদের কাছে আমার করজোরে নিবেদন আমি/আমরা নতুনরা ফ্রিল্যান্স কাজের নিয়ম শিখতে চাই, শুধু শুধু account profileকরার পদ্ধতি না।আর আমার আলোচনার ভাষায় ও ভুল ত্রুতিতে আমি ক্ষমাপ্রার্থী।
টিউনারঃ
মোঃ রকিব উদ্দীন
সরকারী আযিযুল হক কলেজ, বগুড়া।
অনার্স শেষ বর্ষঃ ২০১৩ ইং

Level 0

আমি Rakib Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রী তে টেকটিউন্স এ হাল্কা ধারনা ছাড়া কিছুই পাবেন না। চেইন টিউন গুলা পুরোপুরি কাজের না। আপনাকে ৯০% গুগলের সহায়তা নিতে হবে। আর ১০% টেকটিউন্স এর চেইন টিউন থেকে সমাধান পেতে পারেন।

SEO এর জন্য ১০ হাজার টাকার সফটওয়্যার দাবি করা ঠিক না । বিকল্প ব্যবস্থা থাকা উচিৎ। অন্য কোনো সফটওয়্যার দিয়ে কাজ না হলে পেইড সফটওয়্যার এর সাহায্য নেয়া যাতে পারে। আমি এক্সপার্ট নই তাই বেশি কিছু বলতে পারলাম না।

আপনি ভুল করেছেন । আরিফুল ইসলাম শাওন ভাই earntricks.com এ মাইক্রোওয়ার্কারস নিয়ে লেখেন নি । লিখেছেন তার রংপুর সোর্স ( http://www.blog.rangpursource.com ) ব্লগে । টিউনটা সংশোধন করুন ।

টিউটোরিয়াল দেখে SEO শিখতে চাইলে সুমন ভাইয়ে http://www.webseoguide.com এ চোখ রাখুন । ওখানে টিউটোরিয়াল ক্লাস নেয়া হচ্ছে