
রো কাছ থেকে এর একটি সুন্দর সমাধান পাবো। ভাই আমি চাই আমার ওয়ারর্ডপ্রেস সাইটের প্রতিটি পেইজের নিচে আমার আর্টিকেলগুলো পোষ্ট করতে। কন্তিু পারছিনা। যেমন, "নিউজ" এর মাঝে কেউ ক্লীক করলে শুধু নিউজই পড়তে পারবে। আবার "সফটওয়ার" এর মাঝে ক্লিক করলে শুধু সফটওয়ার এর পোষ্ট গুলি দেখতে পাবে। যেমন একটি ব্লগ সাইটে পোষ্ট করলে সাধারণত হোম পেপে সবগুলি শো করে। ঠিক তেমনি প্রত্যেকটি পেইজের মাধ্যে আলাদা আলাদা পোষ্ট করতে চাই। আসা করি উত্তর পাবো ধন্যবাদ।আমি muhsinbinamin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই সমস্যাটায় আমি নিজেও ভুগতেছি। এ বিষয়ে কেউ হেল্প করলে অনেক উপকৃত হতাম।