মডেম কেনার ব্যাপারে অভিজ্ঞরা সাহায্য করুন

আমি একটি নতুন মডেম কিনেত চাই। ইতোপূর্বে আমি VODAFONE MD950 এই মডেলের মডেম ব্যবহার করতাম। কিন্তু কার্যকারিতা তেমন ভাল নয়। আমি মানিকগঞ্জে থাকি । এখানে নেটওয়ার্ক এর কোন সমস্যা নেই। কিন্তু আমি ভাল Speed পাই না। তাই আমি ভাল মানের মডেম কিনতে চাই। আমার বাজেট ৪০০০-৪৫০০ টাকা। এই বাজেটের মধ্যে 3G সাপোর্ট এবং অলসিম সাপোর্ট করে এমন ভাল মানের মডেম কিনতে চাই। আপনাদের জানা থাকলে আমাকে মতামত দিন।

বি:দ্র: মডেমটি দিনে প্রায় ৫ ঘন্টা ব্যবহার হবে।

Level 0

আমি Md. Mashudur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি যদি ৩জি সাপোর্ট মডেম খুজেন, তবে আপনার জন্যে সবচেয়ে ভাল হয়- ৩ জি সাপোর্ট করে এমন একটি নোকিয়া ফোন ( অবশ্যই সিম্বিয়ান) এবং ২ থেকে ৩ হাজার টাকায় ব্যাবহৃত ফোন কিনতে পাবেন। চায়না নিম্ন মানের মোডেম কিনবেন তো গেছেন………
আর বাংলাদেশের মার্কেটে এছাড়া কিছুই নাই, তা উপরে যেই কোম্পানির স্টিকার লাগানো থাকুক কোন লাভ হবে না।

মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ । ৩ জি সাপোর্ট করে এমন কয়েকটি নোকিয়া ফোন এর নাম জানালে আরো খুশি হতাম।

Mobi data modem kinte paren onek valo tobe 3 G suported na.

অপারেটর যতটুকু স্পীড দিবে তার চাইতে বেশী স্পীড তো পাবেন না। আপনি গ্রামীনফোনের মডেম কিনতে পারেন। বর্তমানের সবগুলো মডেমই থ্রিজি সাপোর্ট করে তবে কোন লাভ নাই। জিপির মডেম কিনলে বিক্রয়ত্তোর সুবিধা পাবেন। যেকোন সমস্যা হলে সার্ভিসিং করাতে পারবেন। আর জিপির হুয়াওয়ে মডেমগুলো বেশ ভাল সার্ভিস দেয়। যেকোন সিম ব্যবহার করতে পারবেন। আমি দীর্ঘদিন ব্যবহার করছি দিনে গড়ে ৪-৫ ঘন্টা করে কখনও আরও বেশী কোন সমস্যা করেনা।

আপনাকে ধন্যবাদ। আমি গ্রামীনফোনের মডেম ব্যবহার করেছি। এর কিছু সমস্যা আছে যা খুবই বিরক্তিকর, যেমন- কিছুখন পরপর ডিসকানেক্ট হওয়া, দীর্ঘ্যসময় ব্যবহার করতে না পারা। দীর্ঘ্যসময় ব্যবহার করতে গিয়ে আমার একটি নষ্ট হয়েছে, হাজার চেষ্টা করেও সার্ভিসিং করাতে পারিনি।

Level 0

Gp is best

আমি ৬ মাসের অধিক সময় ধরে ব্যবহার করছি।
বেশ ভালো, অনেক গুলো সুবিধা আছে।
০১. Wi-Fi রাউটার ও মডেম।
০২. ১০ জন এক সাথে ব্যবহার করতে পারবেন।
০৩. ৩জি/৪জি সাপোর্ট করে। সকল সিম চলবে।
০৪. পাওয়ার ব্যাংক থেকেই চালাতে পারবেন।
০৫. মোবাইল চার্জার দিয়ে চালাতে পারবেন।
০৬. নেটওয়ার্ক সিগনাল ভালো।
০৭. প্লাগ এন্ড প্লে।
০৮. ৩/৪ টা রুম থেকে ব্যবহার করতে পারবে।
০৯. নেটওয়ার্ক ধরার ক্ষমতা ভালো।
১০. দাম ২০০০— ২২০০ টাকা। (দাম নাকি বৃদ্ধি পেয়েছে)
মডেলঃ D-Link -DWR-910, Brand: D-Link
নিচে review আছে, দেখতে পারেন। ব্যক্তিগত মতামত, আশা করি আপনার সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। ধন্যবাদ
https://www.youtube.com/watch?v=L16tzTbSacc&t=5s