Printer অভিজ্ঞদের ভাইদের সাহায্য চাই।

কেমন আছেন সবাই। আসা করি সবাই ভাল আছেন। ভাই printer এর জালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আপনাদের সরনাপন্ন হলাম। আমি একটা এইচপি প্রিন্টার ব্যবহার করি। এর মডেল HP Deskjet 1000 । দুদিন পর পর এর Cartridge শেষ হই আর ১২০০ টাকা করে পকেট থেকে খশে। Cartridge শেষ হওয়ার পর একবার refill করা যায় এর পর আর refill করলে কাজ হয় না। অর্থাৎ প্রিন্ট করা যায় না। যখন Printer কিনেছিলাম তখন জানতাম না যে Printer এ CISS লাগানো যায়। এখন কয়েক দোকানে জিজ্ঞাস করলাম ওরা বলে এইটায় নাকি CISS লাগানো যায় না। আবার net এ সার্চ দিয়া দেখলাম এতে CISS লাগানোর বাবস্থা আসে। আপনার কেও কি জানেন এতে CISS লাগানো যাবে কি যাবে না। লাগানো গেলে কথায় লাগানো যাবে একটু জানাবেন Please।

Level 0

আমি নাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Waiting for somethings..................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস