Windows 8 এ টিভি কার্ডে সাউন্ড সমস্যা।

কয়েকদিন আগে আমার কম্পিউটারে Windows 8 সেটআপ করেছি। কিন্ত সবকিছু ঠিকঠাক চললেও আমার টিভি কার্ডের কোন সাউন্ড আসছে না। যদিও ছবি আসে। আমি Gadme USB TV কার্ড ব্যবহার করি। এটা Windows XP এবং Windows 7 এ ভালোভাবে চলতো। কিন্তু এটা Windows 8 এ সেটআপ দেওয়ার সময় DirectX 9 কোনভাবেই ইন্সটল হয়নি। এখন কোন চ্যানেলেই সাউন্ড আসে না। যদি কেউ এই বিষয়ে সাহায্য করেন, তবে আমি কৃতজ্ঞ থাকবো।

Level 0

আমি shariful007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amio eta use korsi 3 years dhore….fatafati product. Firstly unstall tvhome & driver
ekhan theke driver download korun: http://www.unituretv.com/gdm/332-382-Win7-Driver-Beta.RAR

erpor 332-382-Win7-Driver–> install–> setup.exe er upor right click–> Propertis–> Compability–> Run as Windows 7 & Administrator…..thn install. after tht install Tvhome Media Application…..thts it…!!!

ভাই, এটা কি Windows 8 এ কাজে করবে?

@ওয়াহিদ: ভাই লিঙ্ক তো কাজ করে না।

হ্যা, এটা উইন্ডোজ ৮ এ কাজ করবে। যা যা করতে বলেছি সেভাবে ইন্সটল দিন। আর লিঙ্ক দেখছি ডেড…!!
এই নিন মিডিয়াফায়ার এ আপ্লোড দিলাম 🙂
http://www.mediafire.com/?wmsmp2xvrrhw0ia

ভাই, চেষ্টা তো করলাম। ছবি তো আসেই। কিন্তু কোন সাউন্ড আসে না। আপনি কি Windows 8 এ ব্যবহার করছেন? যদি করেন- তবে আপনার ফোন নাম্বারটা একটু দিবেন, প্লিজ।

ভাই, আপনার প্রব্লেম সল্ভ হইলে শেয়ার কইরেন। আমিও একই প্রব্লেমে আছি।

Level 0

try honestech tvr 2.5