পোর্টেবল হার্ড ড্রাইভ এ/থেকে ডাটা ট্রান্সফারে সমস্যা

বিশেষ প্রয়োজনে পোর্টেবল হার্ড ড্রাইভকে ফরম্যাট করার দরকার হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই দরকার হল ল্যাপটপের ও আরেকটি পোর্টেবল ড্রাইভে আপাতত ডাটা (সবই মুভি :lol:) স্টোর করা। আমার পোর্টেবল হার্ড ড্রাইভটি হল স্যামসাং এর ৩২০ গিগা ক্যাপাসিটির। সংগ্রহ করে আনা পোর্টেবল হার্ড ড্রাইভটি হল তশিবা এর ৫০০ গিগা ক্যাপাসিটির। তো, যখন ডাটা ট্রান্সফার করা শুরু করলাম তখন দেখা গেল এমন হচ্ছেঃ

এটা হল তশিবা পোর্টেবল থেকে ল্যাপটপে ট্রান্সফারের ছবি। উইন্ডোজ ৮ ফাইল ম্যানেজার/এক্সপ্লোরার। কিছু কিছু ফাইল কোনভাবেই ট্রান্সফার হল না। ছবিতে ডাটা ট্রান্সফারের সময় ট্রান্সফার রেট এর উঠানামা লক্ষণীয়। উপরে ২৭-২৮ আর নিচে এমনকি ২-৩ এম বি পি এস। অথচ আমার স্যামসাং ৩২০ গিগার ড্রাইভ ও ল্যাপটপের মধ্যকার ডাটা ট্রান্সফারের ছবি দেখুন নিচেঃ

মোটামুটি কন্সট্যান্ট ২৪ - ২৫ এম বি পি এস।

এর কারণটি কি এবং কি করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে জানা যাবে কি। কেউ জানালে উপকৃত হব।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1054 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai,amar transcend j25h3p 1TB Te o pc theke file transfer korle 20-27 mb/s speed hoy.kenar somoy bolesilo usb 2.0te 480mb/s pabo usb 3te passi 40-70mb/s bolesilo 5gb/s pabo. but whats this?Kivabe increase kora jay keu bolben ki? Pls keu help koren

@aminul islam,ki bolsen Megabyte ar megabits.definitely megabyte per second.et transfer rate