আজব বিপদে আছি, ভয়ও আছে। এক্সপার্ট ভাইয়েরা হেল্পান :'(

আমি জানালা ৭ ব্যবহার করি। আমার জানালা ৭ অরিজিনিয়াল। আই মিন লেপটপ কিনার সময় যে ওএস ছিল তা ই আছে, এখনো সেটআপ দেইনি একবারো। ইচ্ছে আছে জানালা ৮ সেটআপ দিয়ে ৭ ও ৮ দুইটাই একসাথে ব্যবহার করবো। আমার লেপটপ হচ্ছে এ্যচার ট্রেবলম্যাট। এখন আমার সমস্যার কথা উল্লেখ করি, আমাদের সবারই মনে আছে জানালা এক্সপি'তে সার্চ করতে গেলে একটা কুকুরের এ্যানিমেশন পুর্বে থেকেই দেয়া থাকতো। কোন কিছু সার্চ করে কিছুক্ষন ফেলে রাখলে এক ধরনের আওয়াজ করতো। কুকুর যে ভাবে আওয়াজ করে আর কি! আমরা জানালা ৭'এ এখন মাঝেমাঝে এমন আওয়াজ করে (সার্চের সময় না)। কিছু দিন পর পরই এমন আওয়াজ করে, যখন আওয়াজ করে তখন ৫/১০ মিনিট পর পর আওয়াজ করে। আবার কিছু দিন করে না। কয়দিন পর আবার একদিন আওয়াজ শুরু করে। শুরু করলে ৫/১০ মিনিট পরপর বেশ কয়েকবার আওয়াজ করে, কোন সফটওয়ারও রান করা থাকে না। শুধু মজিলা আর ক্রোম থাকে।

আমি অনলাইনে মাঝেমধ্যে ছোট খাটো কাজ করি, শুধু নেট বিল আর ফোন বিল আসলেই হয়ে যায় আমার। তাই আমাকে কিছু অর্থ লেনদেনকারী একাউন্ট ব্যবহার করতে হয়। তাই ভয়ে আছি কোন ক্লাইন্ট/টাজন ভাইরাস কিংবা অন্যকোন কিছু এই সমস্যা করছে কিনা।

আমি কেস্পার-স্কি  পিওর ২.০ ব্যবহার করি, প্রতিদিনই আপডেট হয়।

এখন, আমার মতো এমন সমস্যা কেই কখনো ফেস করছেন কি না? সমস্যাটা কেন হচ্ছে? কিভাবে সমাধান করতে পারি?

আমি সেটআপ দিলে হয়তো সমাধান হয়ে যাবে, কিন্তু সমস্যাটা কি ছিল তা না জেনে কিছু করতে চাচ্ছি না। তাই এক্সপার্ট ভাই/আপু দের কাছে সাহায্য কামনা করছি। 🙂

[বি:দ্র: কারো কাছে জানালা ৮ হাইলি কমপ্রেসেস করা থাকলে আমাকে দিয়েন।]

Level 0

আমি আলমগীর হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস