সাহায্য চাইঃ দয়া করে এড়িয়ে যাবেন না

আমি বর্তমানে GP ইন্টারনেট ব্যবহার করি।কিন্তু এর স্পীড অনেক কম।আমি আর কয়েক দিন পর নতুন INTERNET CONNECTION নিব।

কোন ইন্টারনেট সবচেয়ে বেশি স্পীড দেয় কেও কি বলতে পারেন।আমি এই ব্যাপারে সবার সাহায্য কামনা করছি।যে INTERNET CONNECTION ভাল,তার দাম সহ বিস্তারিত লিখলে খুব উপকৃত হব।

দয়া করে COMMENT এর মাধ্যমে জানাবেন।

Level New

আমি দীপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

FACEBOOK এ আমিঃ [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি gp নেট এ মোবাইন দিয়ে মডেম হিসেবে ইউজ করলে ভাল স্পীড পাবেন তবে ফ্রীকুয়েন্সী চার-পাচটা থাকতে হবে। ওয়ারীদও মোটামুটি ভাল। আর না হলে ব্রডবেন্ড ইউজ করে দেখতে পারেন।

    আর একটি কথা বিজ্ঞাপনে কান দিওনা সবই প্রতারনা। বাংলাদেশে কি রকম স্পীডের নেট আছে তা মোটামোটি আপনিও জানেন।

    ভাইয়া আমি computer এ ব্যবহার করব।এর জন্য কন্তা ভাল হবে।আর Broadband এর speed কত আসে?

Level New

ব্রডব্যান্ডের স্পীড আপনার এলাকার সার্ভিস প্রোভাইডারের উপর নির্ভর করে।আর অনেক আইএসপিই বিভিন্ন টাকায় বিভিন্ন স্পীডের প্যাকেজ প্রদান করে থাকে।সাধারনত ১৬ থেকে ৬৪ KBPS পর্যন্ত হয়ে থাকে এইসব লাইন।আবার এই লাইন শেয়ার না ডেডিকেটেড তাও কিন্তু খেয়াল রাখবেন।আর বর্তমানে জিপির স্পীড ২০KBPS পাওয়াটাই ভাগ্যের ব্যাপার হয়ে গেছে।
http://techtoday4u.blogspot.com/

    ভাইয়া অনেক ধন্যবাদ কিন্তু ভাইয়া কত KB কত দাম পরবে তা জানালে ভাল হত আর আমি লাল মাটিয়া থাকি।এখানে কোন কোম্পানী ভাল সার্ভিস দেয় তা জানাতে পারলে ভাল হত।

দীপ্ত ভাই আপনি CityCell এর জুম মডেম দিয়ে সবচেয়ে বেশি স্পীড পাবেন।মডেমের দাম-৪০০০ টাকা,অনেক প্যাকেজ আছে সর্বনিম্নটি হচ্ছে ৪৫০টাকার এতে আপনি ২ GB প্রর্যন্ত ব্যাবহার করতে পরবেন এক মাসে।আপনি যদি GP এর ইন্টারনেট সিম ও মডেম দুটি একসাথে ব্যাবহার করেন তবু সিটিসেলের মত স্পিড পাবেন না।এছাড়া City Cell নতুন অফার নিয়ে এসেছে তা হল জুম আল্ট্রা এর জন্য মডেম এর দামটা বেশি হবে তবে স্পীড ব্রডব্যান্ডের মত হবে।জুম আল্ট্রা মডেমের দাম ও স্পিড ইত্যাদি দেখতে এখানে http://www.citycell.com/index.php?pageid=145 ভিজিট করুন।

    ভাইয়া অনেক অনেক ধন্যবাদ কিন্তু ভাইয়া আমি Citycell এর অন্যান্য প্যাকেজ গুলো কিভাবে জানব

    http://www.bcube.net.bd এই সাইটটি ভিজিট করুন।BTCL কয়েকদিন হয় এই নতুন অফার নিয়ে এসেছে।তবে এটা শুধু ঢাকা ও চট্রগ্রামে আপাতত সীমাবদ্ধ আছে।এ কানেকশন নিতে মডেম+রেজিস্ট্রেশন ফি+সেট আপ চার্জ সব মিলে এককালিন ৪৫০০ টাকার মত লাগবে।এখানে সর্বনিম্ন প্যাকেজটি হচ্ছে মাসিক ৩০০ টাকায় ১২৮Kbps পের্যন্ত speed পাবেন।অন্যান্য প্যাকেজ দেখতে সাইটটি ভিজিট করুন।আর http://www.citycell.com/index.php?pageid=41&menu=html এখানে সিটিসেলের জুমের অন্যান্য প্যাকেজ দেখতে পারেন।