ভাই আমি Dell Vostro 3450 মডেল ল্যাপটপ ব্যবহার করি। Win8 Pro তে আমি Finger printer Identification করার সফটওয়ার Digital Persona FingerPrint ব্যবহার করতে পারছি না। কারন Biometric Validity Sensor Driver " VFS5011 (Validity Sensor) " Install করতে গেলে লেখা আসে Warning Error:This software is compatible with Win7 32/64 bit only.এখন Win8 এ কীভাবে আমি win7 এর VFS5011 (Validity Sensor) সফটওয়ার ইন্সটল করবো।
আমি Jewel Rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার সফটওয়ারটি Windows 8 এ চলবে না ভাই। এটি উইন্ডোজের সমস্যা নয় বরং সফটওয়ারটি Windows 8 এর উপযুক্ত করে তৈরি করা হয় নি। আপাতত Windows 7 এ ব্যবহার করতে পারেন। Windows 8 এর জন্য আপনাকে নতুন ভার্সনের অপেক্ষায় থাকতে হবে। নিচের লিংক এ বিস্তারিত পাবেন। http://www.validityinc.com/post.aspx?id=186
ভাই আমি খুব বিপদে পড়ে পোস্ট দিলাম, সমস্যার সমাধান না পাওয়া পর্যন্ত পোস্ট ডিলিট করে দিয়েন না।