কম্পিউটার হার্ডওয়্যার ভাইদের সাহায্য দরকার ! পিসি অন হবার ১০মিনিট পর কি-বোর্ড এবং মাউসে কাজ করে না।

সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালই আছেন, কিন্তু আমি ভাল নেই আমার কম্পু বেটা ইন্তেকাল করেছে । আমার HP Compaq DX7400 Microtower পিসিটি গত ১৫ দিন ধরে করে অন করার পর ১০ মিনিটের একটু আগে কিংবা পরে কি-বোর্ড এবং মাউস কাজ করা বন্ধ করে দেয় কিন্তু পিসি ঠিক মতই কজ করে ( যেমন - মুভি চালিয়ে রাখলে চলতে থাকে) , শুধু কি-বোর্ড এবং মাউস কাজ করে না। আমি সিওর ভাইরাসের জন্য এমন করতেছে না, কারণ আমি অন্য পিসিতে আমার হার্ডডিস্ক লাগিয়ে দেখেছি সেটায় ঠিক মতই কাজ করে। তাই যদি ভাইরাসের জন্য এই সমস্যা হত তাহলে ওই পিসিতে ও এই সমস্যা হত । আমার মনে হয় এটা হার্ডওয়্যার এর সমস্যা, তাই আপনারা যদি কেউ আগে এই সমস্যায় পড়ে থাকেন বা কোনো ধরনের সমাধান থাকলে জানিয়ে সাহায্য করুন।

আমি যে কাজ গুলো করে দেখেছি:

* সব জ্যাক গুলো খুলে আবার লাগিয়ে দেখেছি,

* মেইনবোর্ড ওয়াশ করে দেখেছি,

* হার্ডডিস্ক পরিবর্তন করে দেখেছি,

* প্রসেসোর ওয়াশ করে দেখেছি,

* নতুন করে Windows Setup দিয়ে দেখেছি,

সবাই ভালো থাকবেন খোদা হাফেজ।

Level 0

আমি নিউ রফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই কোন information পেলে জানাবেন।প্লিজ।

Level New

yes. এখন ও আছে।