ব্লগ লেখার জন্য সাহায্য চাই

আগে ব্লগ করার নিয়মের থেকে এখন অনেক আলাদা হয়ে গেছে

আমি একটা নতুন ব্লগস্পট খুলেছি কিন্তু ঠিক মনের মত করতে পারছি না। আমি টেকটিউনের আর টিউনার পেজ এর টিউটোরিয়াল ফলো করার চেষ্টা করেছি কিন্তু ওগুলো পুরন ভারসান। এখন ব্লগস্পট আপডেট হয়েছে, ওগুলো কাজ করছে না। পুরানো ভার্সন  অ্যাক্টিভ করলেও কাজ হচ্ছে না। যাক আসল কথায় আসি। আমি ব্লগ সাজাতে চাই মোটামুটি এরকম ভাবে,

এখানে যেমন দেখান আছে,

১।আমি সেরকম মেনু বানাতে চাই

২।আমি এরকম ভাবে লেখা ভেঙ্গে দিতে চাই , যেটা আমার আসছে না............পুরটা একসাথে আসছে।

৩।এর মত করে বিভাগ আলাদা করতে চাই। কিন্তু অপঅন পাচ্ছি না

আমার যে রকম অপশন আসছে তা আপনাদের দেখাচ্ছি

এটা হচ্ছে একটা মেইন ভিউ

আর এটা হচ্ছে সাবজেক্ট ভিউ

আমি অনেক খুঁজেছি কিন্তু কোন সমাধান পাইনি, তাই আপনাদের দ্বারস্থ হলাম।।আশা করি আপ্নারা সাহায্য করবেন।

আমার ব্লগস্পট হল jikoraj.blogspot.in

এখন আমি আপনাদের কাছে মেইন তিনটি সমস্যার সমাধান চাইছি

১*মেনু কিভাবে বানাব???

২*বিস্তারিত কিভাবে আনব , মানে সামান্য একটু লেখা থাকবে বাকিটা বিস্তারিত ক্লিক করলে দেখা যাবে???

৩*আলাদা আলাদা বিভাগ কিভাবে বানাব???

প্লিজ, বন্ধুরা আমাকে এই সমসসার/প্রস্ন গুলর সমাধান বলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ  থাকব।

Level 0

আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

http://www.facebook.com/f4h3m
add me mayb i can help u