হোষ্টিং এ অভিজ্ঞতা সম্পন্ন ভাইদের নিকট পরামর্শ চাই

আমার একটা লাইব্রেরি আছে, এই সাইটে প্রায় দুইশতাধিক বই আছে, এই সাইটটির জন্য আমি ১২০০ এমবি হোষ্টিং এবং ২৫০০০ এমবি bandwidth নেই কিন্তু সমস্যা হল এই পর্যন্ত মাত্র ২৫০০ লোক ভিজিট করেছে এতেই হোষ্টিং ফুরিয়ে গেছে, এক্ষেত্রে আমি বুঝতে পারছি আমার আনলিমিটেড bandwidth নেওয়া ভাল কিন্তু অনেকে বলছে আনলিমিটেড বলতে আসলে কিছু নেই সবই অসত্য, আমার প্রশ্ন হল কোন প্রতিষ্টান থেকে আমি কম মুল্যে আনলিমিটেড bandwidth হোষ্ট পাব যেন প্রতারিত না হই, মুটামুটি আমার সাইট প্রতিদিন ১০০০/৫০০০ লোক ভিজিট করবে এবং প্রতি বছর থেকে লক্ষ লোক ভিজিট করবে। অভিজ্ঞতা সম্পন্ন ভাইদের নিকট পরামর্শ চাই

Level New

আমি rony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ehostlab.com ট্রাই করতে পারেন। সার্ভিস যথেষ্ট ভালো। কোনো ধরণের লুকোচুরি নাই। আমি নিজেও ওটি ব্যবহার করি। একদিনের জন্য ও আমার সাইট ডাউন পাই নাই… For more details go the official group of this hosting provider: http://facebook.com/groups/219282568151519

প্রথমে আপনার ধারনা টা ক্লিয়ার করি । বাস্তবে আসলেই আনলিমেট Bandwidth এবং Disk Space পসেবল হয় না। একটি উদাহরন দেই । মনে করেন আমার সার্ভারের যায়গা ৫০০ জিবি বা যাই হক সেটা কিন্তু লিমিটেশন আছেই তাই না ? কারন ড্রাইভ আনলিমেটেট হবার সম্ভবানা নেই । এখন আমি যদি আনলিমেটে যায়গা লিখে হোস্ট বিজনেস করি তাহলে করতে পারব । বাট আমি কিন্তু আসলেই আনলিমেটেড দিতে পারব না। কারন আমার কাছে আনলিমেটেড ড্রাইভ নেই । এখনে প্রোভাইদার তাদের ক্লায়েন্ট দের বিভিন্ন লিমেটেশ এর মধ্যে রেখে আনলিমেটে অফার করে ।

আপনি আমদের প্লেন গুলো দেখতে পারেন । ৪ জিবির সাথে ৪০ জিবি Bandwidth পাবেন । ইচ্ছা করলে কাস্টমাইজ প্লেন অ নিতে পারেন । আমাদের ওয়েব সাইট http://www.hostmight.com

Level 0

হা হোস্টমাইটের বিপুল ভাইর থেকে সারবিস টা নিয়ে দেখতে পারেন।

Level 0

আমার জানা মতে বাংলাদেশের মধ্যে কিছু ওয়েব হোস্টিং কোম্পানি থাকলে তার মধ্যে হোস্টমাইট একটি । আপনার যে সমস্যা তা একমাত্র হোস্টমাইট ই সমাধান করতে পারবে ।

Level 0

ki jani, amar about 1 gb site er jonne pray 150 gb bandwidth eo majemaje tanatani bedhe jai .