wordpress এক্সপার্টরা আমাকে একটু হেল্প করেন!!!!!!!!!!!!!!!

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই? ঈদ কেমন গেলো আশা করি ভালই গেছে। wordpress থিম কিভাবে আপলোড আর ইন্সটল করে? আমার ওয়ার্ডপ্রেস সাইড এ কোন ইন্সটল করার মত অপশন নাই প্লিজ কমেন্ট এর মাধ্যমে জানান একটু বেশি জরুরি আর আমার সাইড এ প্লাগিন এর কোন অপশন দেখতেছিনা তো  প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ  আমাকে হেল্প করেন

Level 0

আমি searching_boy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://bdsell.com/ এই সাইটে যান, বিস্তারিত দেয়া আছে।

tnx vi

আপনি কি ওয়ার্ডপ্রেস.কম এ ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করেছেন? যদি তাই হয়ে থাকে তাহলে এই সমস্যা হতে পারে। ওয়ার্ডপ্রেস এর সকল সুবিধা পেতে চাইলে আপনাকে সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস সাইট বানাতে হবে। বিশেষ প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন (info @ tutorialfor.me)

Thanks!

আপনার সাইট যদি হয় ওয়ার্ডপ্রেস.কম (xxxxx.wordpress.com) তাহলে আপনি থিম আপলোড করতে পারবেন না। ওঁদের দেয়া কিছু ডিফল্ট থিম ব্যবহার করতে হবে। আর শেল্ফ হস্টেড ওয়ার্ডপ্রেস সাইট আপনি থিম, প্লাগিন্স এগুলা ইন্সটল, মুডিফাই বা আপনার নিজের তৈরি থিম বা প্লাগিন্স ব্যাবহার করতে পারবেন। অর্থাৎ ওয়ার্ডপ্রেস এর সম্পূর্ণ শুবিধা পেতে হলে আপনাকে শেল্ফ হস্টেড ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হবে।

শেল্ফ হস্টেড ওয়ার্ডপ্রেস হল আপনি ওয়ার্ডপ্রেস.অরগ (www.wordpress.org) থেকে ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম টি ডাউনলোড করে আপনার নিজস্ব/কেনা সার্ভার/হস্টিং এ সেটআপ করে ব্যাবহার কে বুঝায়।

ওয়ার্ডপ্রেস.কম হল আপনি ওয়ার্ডপ্রেস এর হস্ট করা সাইট এ তাদের সাব-ডোমেইন এর আন্ডারে আপনার সাইট বানবেন। যেহেতু তাদের হস্ট করা সাইট এর কোড এ আপনাকে হাত দিতে দিবে না তাই এই সুবিধা আপনি ওয়ার্ডপ্রেস.কম এ পাবেন না। (মুলত কিছু বাবসায়িক কারনে এই সুবিধা ওয়ার্ডপ্রেস.কম এ পাওয়া জায় না)

ওয়ার্ডপ্রেস, জুমলা, ই-কমার্স এবং ডোমেইন হস্টিং এর জন্য যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের ফোন করুন।

যোগাযোগঃ
ফোনঃ ০১৬৭৩৭১২১২২
ইমেইলঃ [email protected]
ওয়েবঃ http://bytebull.com/offer/

ধন্যবাদ আমিনুল ইসলাম
ধন্যবাদ নীল দরিয়ার মাঝি
ও সিট (o shit) তার মানে আমাকে আবার নতুন করে খুলতে হবে
ভাইয়েরা সেলফ হস্ত ওয়ার্ডপ্রেস এ খলতে গেলেত টাকা দিয়া অ্যাকাউন্ট কিনতে হয় এর পর এডিটিং

    @searching_boy: টাকা দিয়ে একাউন্ট কিনতে হয় না । আপনাকে ডোমেইন আর হোস্টিং কিনতে হবে । ডোমেইন কিনতে ৯-১২ ডলার আর ১ জিবি হোস্টিং এর জন্য ১৬ ডলার মত লাগতে পারে । আপনি চাইলে ফ্রী হোস্টিং প্রোভাইডার যেমন x10hosting আর ফ্রী ডোমেইন .tk ব্যাবহার করে ফ্রী ভাবে ও বানাতে পারেন তবে আমি বলবো কিনেই বানাতে । আর ডোমেইন হোস্টিং কেনার পরে আপনার ডোমেইনে ওয়ারডপ্রেস ইন্সটল করতে হবে । টেকটিউনসের সার্চ এ গিয়ে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিন । তাহলে ই বিস্তারিত টিউটোরিয়াল পাবেন ।