Windows 7 setup পরবর্তী এবং Youtube সংক্রান্ত সমস্যার সমাধান চায়।

কতিপয় সাহায্য দরকার। আশা করি, আপনাদের নিকট যথার্থ সমাধান পাব।

১. Windows 7 setup  দেয়ার পর কি এমন কোন সিডি রাইট করা  সম্ভব যাতে আমি আমার কিছু প্রয়োজনীয় সফটওয়্যার বুট এর মাধ্যমে ইন্সটল দিতে পারব। আমার মনে হয় সম্ভভ। কিন্তু কিভাবে তা জানতে চাচ্ছি। যদি একটু বিস্তারিত কেউ জানান তাহলে উপকার হয়। মাদারবোর্ড এর সিডি দিয়ে যেভাবে ইন্সটল দেয় ড্রাইভার গুলো ওটার মত বলতে চাচ্ছিলাম।
২. Youtube এর বাংলা মুভি গুলো পার্ট পার্ট থাকে। ঐ FLV ফাইল গুলো ডাউনলোড করার পর 'FLV joiner' দিয়ে join করা যায় না। আবার অন্য ভিডিও video joiner use করলে ফাইল সাইজ বড় হয়ে যায়। অনেক সময় quality ভাল থাকে না । কি joiner use করলে ভাল হয় জানালে খুব উপকার হয়।

৩. কিছু video Youtube দিয়ে আইডিএম (IDM) use করেও নামানো যায় না। যেমনঃ

উপরের লিঙ্ক এর ভিডিও টা। এগুলা কি নামানো যাবে ??

৪. কেউ যদি Rituparno Ghosh  এরShubho Mahurat  Asukh  Titli  এর  ডাউনলোড লিঙ্ক জেনে থাকেন তাহলে শেয়ার করেন।

Level 0

আমি রাইয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনার IDM টা ফায়ারফক্সের ভার্সনের সাথে কাজ করছে না মনে হচ্ছে। IDM এর আপডেট ভার্সন ব্যবহার করতে পারেন। আমার http://kamrulcox.blogspot.com/2011/10/blog-post_20.html লিংকটা দেখতে পারেন। তাও না হলে video-downloadhelper এড অন ব্যবহার করতে পারেন।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/video-downloadhelper/