ডিসের ব্যাপারে কিছু সাহায্য চাই ।

Shawan ভাইয়া আমি আপনাদের নতুন এজন সদস্য্। আমি আপনার স্যাটালাইট টিভি Categories এর লেখা গুলো পড়ে খুব ভাল লেগেছে । ভাইয়া আমাদের গ্রামের বাড়িতে প্রায় সবার বাড়িতেই  কালার টিভি আছে । আমি ঈদের ভিতরে আমাদের গ্রামের বাড়িতে দেখলাম যে প্রায় সব বাড়িতেই টিভি আছে । আমার এক কাকা বাড়িতে থাকেন । তিনি এবার আমাকে এই ডিস লাইনের অথ্যাৎ ক্যাবল অপারেটরের ব্যবসার কথা বললেন । আমার বাসা বগুড়ায় । তো ঈদের পর আমি বগুড়ায় এসে এই ব্যাপারে আমার বন্ধুদের সাথে আলোচনা করতেই আমার এক বন্ধু এই সাইটের ঠিকানা দিল । এই সাইটে ঢুকে Shawan ভাইয়ার লেখা পড়ে আমি অনেক ভরসা পেলাম । আমার কাকা তার বন্ধুদের থেকে নাকি শুনেছে এই ব্যাবসা করতে ৪০,০০০ - ৪৫,০০০ টাকা লাগবে কিন্তু এই টাকা খরচের পরে মাএ ৬টি চ্যানেল দেখা যাবে । আর ৩০ থেকে ৪০ টা চ্যানেল দেখতে এক লক্ষ টাকার বেশি  লাগেব । কিন্তু আপনি লিখেছেন C Band এর চ্যানেল গুলো দেখতে মাএ ৭৫০০ টাকা লাগবে । আর Ku Band এর  চ্যানেল গুলো দেখতে এর থেকে কম টাকা লাগবে । আমি বগুড়ার ডিসের দোকানে খোজ নিয়েছি তারা কাকার বন্ধুর মত একই কথা বলে । তাই আমি আপনার কাছে  জানতে চাচ্ছি যে কি ভাবে আমি C Band এবং Ku Band এর চ্যানেল গুলো অথ্যাৎ ৩০ থেকে ৪০ টা চ্যানেল নিয়ে খুব কম খরচে এই ব্যাবসাটা করা যেতে পারে । একটু তারাতারি জানাবেন ।

আমি ব্লগে খুব কম লেখি তাই লেখাই ভুল হতে পারে । একটু কষ্ঠ করে পরে  নেবেন ।

Level 0

আমি শুভ২০০৯। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার সাথে যোগাযোগ করেন । আমি আপনাকে সব কিছু জানাতে পারবো আশা করি ।
আমার নাম্বার ০১৬৭০৮৯৩৪৩৪

আমার মেইল আ ডি [email protected]
[email protected]