সাহায্যঃ সাহায্য চাই প্লিজ প্লিজ প্লিজ!!!!!

আমার মোবাইল ফোন হচ্ছে নোকিয়া ৬০৮৫। সমস্যা হচ্ছে সেটটিতে যখন ফোল্ড অফ করি এবং অন করি তখন হ্যাং করে আবার কিছুক্ষন পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কল আসলেও একই অবস্থা হয়। পূরবে ক্রীনে একটা নোট ছিল "Wake Up" কিন্তু এটা Delete হয়ে গেছে। Restore করে দেখেছি, কিন্তু লাভ হয় নি। আপনাদের সাহায্য কামনা করছি। Please Help me.

Level 0

আমি Bill Gates। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম! ফার্মওয়্যার আপডেট করা কিন্তু বেশ বিপজ্জনক কাজ। আগে বিপদটা বুঝে নিন। এই আপডেট চলার সময়ে কম্প্যুটার এবং ফোন দুটোর একটিও যেন বন্ধ না হয়ে যায়। লোডশেডিং নিয়েই দুশ্চিন্তা! UPS দিয়ে কিন্তু নাও হতে পারে কারন এতে সময় লাগে বেশ কিছুটা। আমার এখানে লোডশেডিং হয়না বলে আমি নিশ্চিন্তেই করেছিলাম দুইবার। আপনি আগে এই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন, নাহলে ফার্মওয়্যার আপডেট না করাই ভাল; মাঝে বন্ধ হলে ফোন আর কাজ করবেনা। ফ্যাক্টরীতে দিলে ঠিক হয় কিনা জানিনা, ঠিক হলেও প্রায় নতুন ফোন কেনার দাম পড়ে যাবে।

পদ্ধতিতে বলা আছে এটা করার আগে ফোনের ব্যাটারী পুরো চার্জ করে নিতে হবে। আমি যেভাবে করেছিলাম – ফোনের সাথেই চার্জার লাগিয়ে রেখেছিলাম যাতে বেশি সময় লাগলেও ব্যাটারী ফুরিয়ে না যায়। N95’এ প্রথমবার সময় লেগেছিল প্রায় ৪০ মিনিটের মতো, দ্বিতীয়বার ৩০ মিনিট। এটা করার সময়ে ফোনের কীপ্যাড লক্‌ করে রেখেছিলাম যাতে ভুলেও ফোন অপারেট না করা যায়। ইনকামিং কল এলে ধরবেন না। সিম কার্ডের সব ডেটা ব্যাকআপ নিয়ে নেবেন আগে। ফোনবুক ও এসএমএস মুছে যেতে পারে। যদিও মেমোরী কার্ডের ডেটা মুছে যেতে দেখিনি, তবুও ব্যাকআপ নিয়ে রাখাই ভাল।

সফটওয়্যার স্বাভাবিকভাবে আগে ইন্সটল্‌ করে নিন, এটি কাজ করবে নোকিয়া পিসি স্যুইটের মাধ্যমেই। ইন্সটল্‌ হয়ে গেলে আইকন ক্লিক করে এগিয়ে চলুন, ধাপে ধাপে সব নির্দেশ পেয়ে যাবেন স্ক্রিনেই। তার পরে বাকিটা কম্প্যুটার ও ফোনের মধ্যে কাজ হবে। আপডেট শেষ হলে স্ক্রিনে মেসেজ পাবেন, তার আগে এই কার্যে কোনোই বিঘ্ন সৃষ্টি করবেন না।

আমি এখনও বলবো, দৃঢ়বিশ্বাসী না হয়ে এই আপডেট না করাই কিন্তু ভাল। প্লিজ, এটা নিজের দায়িত্বে করুন। কারন একটাই, ফোন দামী জিনিস, আমাদের অনেক কাজের এবং সেইসাথে শখের জিনিস, তাই। আর শুনুন, টেকটিউন্স একটি পরিবারের মতো, ভাল ও মন্দ মন্তব্য আসতেই পারে, আমি সেইসব মনে ধরে রাখিনা। সত্যি বলতে কি, আমি মনেই করতে পারছিনা আপনি কি বলেছিলেন। আপনাদের কারো কোনো দোষ হয়ে গেলেও আমি তা ধরবোনা, তার কারন আপনারা এখানে সবাই আমার বাপের বাড়ির ভাইবোনরা সব আছেন, আপনাদের সব দোষ মাফ। ঈদের আগের কথা আর মনে রাখবেন না, খুশি থাকুন, টিউন করতে থাকুন। আর হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনাকে থামানো যাবেনা, আপডেট আপনি করেই ফেলবেন, তাই সফল হলে খবর দেবেন। আমার শুভেচ্ছা রইলো।

Level 0

অসংখ্য ধন্যবাদ। ল্যাপটপে আগামীকাল রাতে ট্রাই করব। রেজাল্ট জানাবো।