COMMUNITY ব্লগ এ সাহায্য করুন(জরুরি বিভাগ)

আমি একটি COMMUNITY ব্লগ তৈরি করতে চাই( http://WWW.TIPS24.TK এর মত যেখানে সবাই তাদের টিউন পোষ্ট করতে পারবে ।) ।
কেননা আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের তৈরি একটি ব্লগে আমাদের লেখা পোষ্ট করতে চাই ।
এখন আমি wordpress এ একটি ব্লগ তৈরি করেছি । কিন্তু সমস্যা হচ্ছে ব্লগের ড্যাশবোর্ড এ general settings এ members নামে একটি অপশন থাকে কিন্তু আমার ব্লগে তা নেই ।
এজন্য হয়ত আমার ব্লগে কেউ রেজিস্টার করতে পারছেনা ।
নিচের চিত্র টি দেখুন (আমার ব্লগে যে অপশন টি নাই আমি চিহ্নিত করে দিয়েছি)


আমার ড্যাশবোর্ড এ general settings টা এরকম আসেঃ


কারও কাছে এ ব্যাপারে টিউটোরিয়াল থাকলে দয়া করে জানান ।
এখানে ব্লগার নমুনা দেখতে পারেন http://WWW.TIPS24.TK
-ধন্যবাদ ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি এ যে ব্লগ টি তৈরি করেছেন সেটা wordpress.com দিয়ে বানানো । টেকটিউনস সহ যত কমিউনিটি সাইট আছে তাদের সবগুলো wordpress.org দিয়ে তৈরি । আপনি যদি চান আপনার বন্ধুরা আপনার ব্লগে রেজিস্ট্রেশন করে টিউন পাবলিশ করবে তাহলে wordpress.org দিয়ে বানাতে হবে !

আপনি ওয়ার্ডপেস সেটাপ দেবার সময় মাল্টিব্লগ নামে একটা অপসন আছে সেইটা চালু রেখেছিলেন তাই এমন হয়েছে এখন আপনি wp-config.php ফাইটি ইডিট করে এই সমস্যার সমাধার করতে পারেন wp-config.php ফাইলের define(‘WP_ALLOW_MULTISITE’, true); এই লাইটটি এবং এর নিচের ২ টি লাইন মুছে দিন সমস্যা সমাধার হবে ।
সময় হলে দেখে আসতে পারেন আমার ব্লগ- http://www.samollick.net

ওয়ার্ডপ্রেস এর সাইট থেকে ফ্রী সাব ডোমেইন নিলে ওখানে আপনি একাধিক ইউজার রেজিস্ট্রেশান এর সুযোগ পাবেন না। আপনাকে আলাদা ডোমেইন এবং হোস্টিং নিয়ে সেখানে ওয়ার্ডপ্রেস সেটাপ দিতে হবে তা হলেই পারবেন।