ভাই একটু Help করেন না Plz…

ভাই আমার কম্পিউটারে কয়েকদিন থেকে একটা ম্যসেজ দেখাচ্ছে আমি বুঝতে পাড়ছি না। আমি windows XP

ব্যবহার করি।

 

আমার কম্পিউটারে কোন USB লাগানো নাই । এমনকি কেসিং এর USB লাইন ও খুলে ফেলছি। Reset করলে আবার আসে।

আমি নতুন করে windows সেটাপ দিয়েছি কিন্তু কোন কাজ হলো না।

**** এ অবস্থায় কম্পিউার  চালালে কি কোন সমস্যা হবে।

>>>>>>>>>>>>>>>>

>>>>> Sory, ভাই একাউন্ট খুলেই সহায্য চাইছি, কিছু মনে করবেন না।

আশা করি ছোট ভাইয়ের সমস্যা সমাধান দিবেন।

Level 0

আমি Asad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার মাদারবোর্ডের সিডি দিয়ে ডিভাইসটিকে আপডেট দিন, এটার জন্য এমনি কোন প্রবলেম হবে না কিন্তু ইউএসবি যখন প্রবেশ করাবেন তখন সমস্যা করবে । আর যদি মাদারবোর্ডের সিডি না থাকে উইন্ডোজ ৭ ইন্সটল করেন এতে একটি সুবিধা পাবেন অনলাইনে ডিভাইসটিকে ইন্সটল করতে পারবেন ।

প্রথমে মাদারবোর্ড ড্রাইভার ইস্টল করেন। যদি তার পরও সমস্যা থেকে থাকে তখন ঐ মেসেজের উক্ত ডিভাইসের উপর রাইট বাটন ক্লিক এর মাধ্যমে আপডেট দিলে আশা করি আপনার সমস্যা সমাধান হতে পারে।