সাহায্য চাই। ভীষণ বিপদ। ভাইরাস সমস্স্যা । প্লিজ সাহায্য করেন

আমার portable hard drive এ virus আক্রমণ করেছে। যে ভাইরাস টা shortcut এণ্ড recycller folder তৈরি করে। ভাইরাস ক্লিন হইসে কী না জানি না তবে আমি উবুন্টু দিয়ে লগইন করে দেখেছি যে ফাইল ফোল্ডার আছে। আর .ink লেখা ফাইল গুলা delete করে দিছি। আর একটা ফোল্ডার আছে trash99। ওখানে যে ফাইল ফোল্ডার গুলা দেখায় জাস্ট নাম সেসব ফাইল ফোল্ডার উইনডোজ 7 এ দেখাচ্ছে না। কী করব? কী করে ওই সব ফাইল ফোল্ডার visible করবো ? সাহায্য করুন প্লিজ।

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করেন তা উল্লেখ করেন নাই।
যাই হক আপনি avast আপডেটেড অ্যান্টিভাইরাস দিয়ে scan করতে পারেন কাজ হবে ইনশাআল্লাহ।