apple! কি করবো বলুন তো?

সবাইকে সুভেচ্ছা।

এই site এ অনেক  experienced ভাই রয়েছেন। আমি তাদের উদ্দেসে এই tune করলাম। আমার কাছে কিছুদিন আগে   macbook pro 13" আস্ছে । কিছুদিন use  করার পর ভাল লেগেছে। কিন্তু আমি কিছু problem  এ পরি। তা থেকে মুক্তি পাওয়ার আসায় আমার এই tune। আমার problem গুলো হল----

১। windows এ জেরকম  partition করা থাকে (C drive, D drive etc)  কিন্তূ macbook pro তে তা কিভাবে করা জায়?

২। macbook pro তে কি antivirus বেবহার করলে ভালো ফল পাওয়া জায়?

৩। macbook pro তে software uninstall করে কিভাবে?

৪। এতে  windows এর মত refresh করা লাগে কি? জদি লাগে তাহলে কিভাবে করব?

৫। macbook pro তে mac app store ছারা another site থেকে software download করলে virus এর ভয় কি থাকে?

pls pls আমাকে দয়া করে help করলে খুব উপকারিত হব।

thanks everybody.

Level 0

আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১। কমান্ড বাটন চেপে স্পেসবার চেপে দেখুন, স্পটলাইট সার্চ চালু হয়ে যাবে। এবার এখানে ডিস্ক ইউটিলিটি নামে প্রোগ্রামটি চালান। তাহলে পার্টিশনিং করতে পারবেন।
২। এসব লাগবে না ম্যাকে, কারন এতে ভাইরাস ধরে না।
৩। রুট থেকে এপলিকেশন ফোল্ডারে যান, যেটা ফেলে দিতে চান, সেটার আইকন ড্র্যাগ করে ট্র্যাসে ফেলে দিন।
৪। প্রয়োজন নেই
৫। ভাইরাস না হলেও সমস্যা হতেই পারে। সন্দেহজনক কোথাধেকে না আসলেই হল।

ধন্যবাদ।