কম্পিউটারের ইউএসবি বুট হচ্ছে না

আমার কম্পিউটারের মাদারবোর্ড ইন্টেল। পেন্টিয়াম আর। ২.৭৯ গিগা হার্জ, ৫১২ মেগা বাইট RAM। আমি উইন্ডোজ এক্স পি অপারেটিং সিস্টেম ব্যবহার করি।

আমার সমস্যা হলো আমি পিসিতে উবুন্টু ইন্সষ্টল করতে চাচ্ছি। এজন্য আমার পেন ড্রাইভে পেন ড্রাইভ লিনাক্সের ইউএসবি বুট সফটোয়্যার দিয়ে পেন্ড্রাইভে উবুন্টুর আইএসও ফাইল্টা রাইট করি। কিন্তু ইউএসবি থেকে বুট করতে গেলে লেখা আসে বুট এর্। আমি বায়োসের বুট সেটাপে BOOT USB FIRST আর USB BOOT এই দুইটা অপশন এনাবেল করেছি। কিন্তু কাজ হচ্ছে না।

একই পেন ড্রাইভ অন্য একটা পিসিতে নিয়ে দেখেছি স্বাভাবিকভাবে ইউএসবি বুট করছে। এর আগে আমি আমার এই পিসিতে একই ভাবে উবুন্টু ইন্সষ্টল করেছিলাম। তখন কোনো সমস্যা হয় নি। আমার পিসিএর আর একটা অদ্ভুত সমস্যা হলো এটাতে সিডি রম ড্রাইভ দিয়ে এক্স পি ইন্সষ্টল হয় কিন্তু উবুন্টু ইন্সষ্টল করতে গেলে কিছু সময় পরে হ্যাং করে। আর ইন্সষ্টল করা যায় না। তাই পেন ড্রাইভ ছাড়া উবুন্টু ইন্সষ্টল করার কোনো উপায় দেখছি না। কিছু দিন আগে এক্স পি সেট আপ দেয়ার পর উবুন্টুর গ্রাব লোডার হারিয়ে যায়। পরে গ্রাব রিকভার করার জন্য ইউএসবি দিয়ে উবুন্টু লোড করতে গিয়েই প্রথম সমস্যাটা আবিষ্কার করি। শেষ কোনোভাবেই গ্রাব রিকভার না করতে পেরে উবুন্টুর ড্রাইভটা ফরম্যাট দিয়ে পুরোপুরি নতুনভাবে উবুন্টু ইন্সষ্টল করার চেষ্টা করি। কিন্তু কোনোভাবেই আর ইউএসবি বুট করছে না। যতবারি ট্রাই করি ওই এক BOOT ERROR.

কেউ সমাধান জেনে থাকলে একটু বলবেন প্লীজ। অনেক জরুরী কাজ আটকে যাচ্ছে উবুন্টু ইন্সষ্টল না করতে পেরে।

Level 0

আমি sorolbochon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস