ওয়ার্ডপ্রেস বিজ্ঞ ভাইয়েরা, দয়া করে সাহায্য করুন!!!

আমি শুভ নাসির, আপনাদের নতুন টিউনার বন্ধু। যারা ওয়ার্ডপ্রেস বিজ্ঞ তাদের নিকট আমার ১ টি ছোট্ট আর্যি পেশ করছি।

আমি আজ প্রায় ১ মাস ধরে নাওয়া খাওয়া ভুলে আমার ওয়ার্ডপ্রেস সাইট টি দাড় করানোর চেষ্টা করছি। কিন্তু কিছুতেই সফলতা পাচ্ছি না। আমি গত মাসের ২৫ তারিখ থেকে চেষ্টা করছি আমাদের এই খ্যাতনামা ওয়েবসাইট " টেকটিউন্স "এর মত একটি ওয়েবসাইট তৈরি করতে। কিন্তু পারছি না কিছুতেই 😥 । আমি মেম্বেরশিপ প্লাগিন্স হিসেবে Alkivia Open Community প্লাগিন্স টি ব্যবহার করছি। কিন্তু কোনো মেম্বার যখন ওয়েবসাইট এ লগ ইন করে তাদের ড্যাশ বোর্ডে Post, Media, Comments কিছুই show করছে না। শুধু মাত্র ড্যাশ বোর্ড ও প্রোফাইল মেন্যু দেখায়। এখন আপনারা সবাই আমাকে একটু সাহায্য করুন। কিভাবে আমি আমার ইউজারদের ড্যাশবোর্ডে মেন্যুগুলো add করবো?

আমি কিভাবে ইউজারদের নাম ওয়েবসাইট এর মেইন মেন্যুতে নিয়ে আসবো? আর কিভাবেই বা সাইন আউট অপশন মেইন মেন্যুতে নিয়ে আসবো?

প্লিজ সবাই আমাকে একটু সাহায্য করুন। আর দয়া করে কেউ মনে করবেন না যে আমি " টেকটিউন্স " কে কপি করছি, আমি শুধু মাত্র " টেকটিউন্স " থেকে অনুপ্রাণিত হয়েছি। আপনাদের সবার সাহায্য অনুরোধ করছি। 😀

শুভ নাসির

Level 2

আমি শুভ নাসির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মহাবিশ্বের এক প্রান্তে পৃথিবীতে আমি, আরেক প্রান্তে রয়েছে কস্‌মিক ও গামা রশ্মি। আর কি আছে...............জানাতেই এসেছি আমি শুভ নাসির.........ঘুরে বেড়াব মহাবিশ্বে আমরা সবাই। ফেসবুকে আমি : https://www.facebook.com/shuvo.nasir.7


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস