
এই সব হাই রেজুলেশন কোয়লিটির ভিডিও যেমন খুবই উন্নত মানের ঠিক এর মেগাবাইটও (জায়গা) কম।
বিভিন্ন ধরনের কনভার্টারে HD Video উল্লেখ থাকলেও সেরকম মানের ভিডিও কনভার্ট হয় না। প্রশ্ন হচ্ছে- এই সব HD, DvDRIP, MKV, DViX, AVI ভিডিও কনভার্ট করে কিভাবে এবং কোন সফটওয়ার দিয়ে? আমার কাছে ক্যামেরা থেকে কিছু ভিডিও ক্যাপচার করা আছে, সেগুলো অনেক জায়গা দখল করে আছে; আমি চাচ্ছি এগুলো রেজুলেশন কোয়ালিটি খারাপ না করে কম মেগাবইটে রুপান্তর করতে। এই বিষয়ে কারো জানা থাকলে অনুগ্রহ করে সেয়ার করুন।আমি নীল স্বপ্ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি স্বপ্ন, থাকি ম্যাঙগো সিটি রাজশাহীতে! বলার মত কিছুই করা হয় না, তবে এই ছোট্ট জীবনের অন্তিম ইচ্ছে হলো- সৃষ্টিশীল কিছু করে সবগুলো জাতীয় দৈনিকের প্রথম পাতায় নিজের ছবি দেখা...!! সবাই আমার জন্য দোয়া করবেন...