দয়া করে আমাকে সাহায্য করুন…

কেমন আছেন সবাই ? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন ।
আজ আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে সাহায্য চাইতে এলাম ।
আমি একটি পিসি এর দুকানে দেখেছি যে, তারা WINDOWS দেয়ার পর একটি সিডি দিয়ে এক ক্লিক করেই
সব সফটওয়্যার ইন্সটল করে ।
এখন আমি একটি সফটওয়্যারের সিডি বানাতে চায় সফটওয়্যারের সিডি এমনভাবে বানাতে চাই যে,
মাদারবোর্ড এর সিডি যেমন এক ক্লিক করেই সব সফটওয়্যার ইন্সটল করা যায় ঠিক তেমনি
আমি কিছু সফটওয়্যার দিয়ে একটি সিডি বানাতে যেখানে এক ক্লিক করেই সব
সফটওয়্যার ইন্সটল দেয়া যাবে ।
আর পিসি এর দুকানে দেখেছি যে, তারা kaspersky internet security 2012 সবাইকে আপডেটসহ ইন্সটল করে দেয় তাও আবার মাত্র ৫ মিনিটে ।
আর kaspersky internet security 2012 এর মেয়াদ তারা ১ বছর পর্যন্ত দেয় । এ সবকিছু তারা মাত্র ২০০ টাকা নেয় । আর প্রতি মাসে তারা kaspersky internet security 2012 এর আপডেট ফাইল বিক্রি করে ।
এটা কি করে সম্ভব ?
এখন আমাকে সাহায্য করলে আমি খুবই উপকৃত হব ।
আপনারা ইচ্ছে করলে আপনাদের মোবাইল নম্বর দিতে পারেন যারা সাহায্য করতে চান ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

TECHTUNES এ সরাসরি মোবাইল নম্বর দেয়ার নিয়ম নেই তাই কমেন্ট এ দিলাম ।
আমার মোবাইল নম্বর 01829756262 ।
কেউ পারলে সাহায্য করবেন ।

এটা মনে হয় সম্ভব নয়।

ইন্টারনেটে কিছু সফটওয়ার পাওয়া যার যার দ্বারা অনেকগুলো সফটওয়ার একসাথে ইন্সটল করা যায়। http://ninite.com/ এটা ট্রাই করে দেখতে পারেন, যদিও আমি ব্যবহার করিনি। আমি যেটা করি, যে যে সফটওয়ার লাগবে সেগুলো একবার ইন্সটল করে Acronis দিয়ে C ড্রাইভের ব্যাক আপ নিয়ে রেখেছি। যখন Windows সেট আপ দেবার প্রয়োজন হয় তখন Acronis CD দিয়ে ওই ব্যাক আপ রিস্টোর করি, ২-৩ ঘন্টার কাজ ১০ মিনিটেই হয়ে যায়।
Kaspersky এর অনেক patch ইন্টারনেটে পাওয়া যায়, সম্ভবত তারা সেটাই দেয়। আর offline update download করে সেটা যেকোন সময় আপডেট করা যায়। এই সাইটে offline update পাবেন: http://www.kasperskysupport.com/

Acronis True Image ব্যবহার করুন ।

http://www.acronis.com

আমি Heren Boot CD দিয়ে ইমেজ করে রাখি। যখন দরকার হয় তা আমার রিস্টোর করি।

Level 0

https://www.techtunes.io/tutorial/tune-id/141402 দেখতে পারেন।