সাহায্যঃ সাহায্যঃ দয়া করে এড়িয়ে যাবেন না (২য় পর্ব)

গত পর্বে আমি একটি ওয়েবসাইট তৈরি সমন্ধ্যে সাহায্য চেয়েছিলাম এবং সেখানে আনেকেই আমাকে সাহায্য করতে আগ্রহী হয়েছিল আর তাদের বেশীর ভাগ বলেছে বিস্তারীত লেখতে তাই এই টিউন করলাম। চা-এর অর্ডার নেয়া বাদ দিলাম। ওয়েবসাইট পুর বাংলায় থাকবে।

আমি যেহেতু বলেছি যে ওয়েবসাইটি আনেকটা টেকটিউন-এর মত হবে এবং সেখানে বাংলা ও ইংলিশ উভয় লেখা ও পড়া যাবে। সেখানে আমি চেট করার পদ্যতিও দিতে চাই যাতে সবাই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে এখানে ছাত্রছাত্রীদের প্রথমে সাইন আপ করতে হবে আর এখানে প্রথমে একটি বড় বোর্ড থাকবে যেখানে স্যার ছাত্রছাত্রীদের শিক্ষা দেবে বোর্ড-এর নিচে ছাত্রছাত্রীদের লিখার জন্য জায়গা থাকবে তারা বাংলা, ইংলিশ উভয় লিখতে পারবে। সপ্তাহে ক্লাস চলবে ৩দিন। ক্লাস শুরুর প্রথমেই বাম পাশে "উপস্থিত খাতা" লেখায় ক্লিক করলে একটি খাতা আসবে যেখানে দেখা যাবে কোন কোন ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে। এ সময় যদি কোন ছাত্রছাত্রী বাসায় কারেন চলে যায় তবে সব পড়া তার একাউন্ট এ সেভ হয়ে যাবে যা সে পরে দেখতে ও ডিলিট করতে পরবে। সব ছাত্রছাত্রী একটা করে একাউন্ট থাকবে যেখানে সে সব কিছু সেভ করতে পারবে প্রয়োজনে সেয়ার করতে পারবে। এখানে সাইন আপ করার সময় কে কোন ক্লাস, কোন স্কুল, বয়স কত, ছেলে না মেয়ে সব কিছু দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ ছাড়া ভিজিটও করা যাবে এবং স্যার কি কি পড়াচ্ছে , ছাত্রছাত্রী কি উত্তর দিচ্ছে সেগুলো দেখা যাবে। সব মিলিয়ে সাইটটির নাম হবে funenglish.com

বি:দ্র: আমার ওয়েবসাইট তৈরি সমন্ধ্যে কোন জ্ঞান নেই ।

Level 0

আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে।
আসলে ঠিক একই ইচ্ছা আমারও অনেক দিন ধরেই ছিল।কিন্তু সময় হয়ে ওঠেনি। তাই আপনি চাইলে ইংলিশ বা বাংলা শেখার ওয়েব সাইট তৈরীর জন্য পুরোটাই আমি হেল্প করতে পারি!!!। এমনকি ডোমেইন,হোস্টিং এবং ডিজাইন (যেহেতু আমি ডোমেইন-হোস্টিং এর বিজ্‌নেস্‌ করি এবং ওয়েব ডিজাইনার্‌ ) তাই সব কিছুরই ব্যবস্থা করতে পারবো। তবে এর পরেও হয় তো আপনাদের সবার সহযোগীতা লাগতে পারে। যাই হোক আমি আগ্রহী।
তবে যদি হেল্প করতে হয় তা হলে সামনের বছরের প্রথম দিকে(ফেব্রুয়ারীরতে) করতে পারবো।কারন অনেক বিজি্‌ আছি তো তাই।

    ভাই আমি ফেব্রুয়ারী পযর্ন্ত অপেক্ষা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এটা তো দেখি প্রাইমারী স্কুল বানাবেন । আপনি fun করছেন নাকি।

স্কুলটা বেশ মজার হবে হা হা হা হা । ভাল আইডিয়াল স্কুল হলে ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــভাল হত । Examination শেষে কি সারটিফিকেট দেওয়া হবে । ঘরে বসে বসে পড়তে পারবে বাচচারা । আর কিডনাপের ভয় নাই ।

    হাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহহাহা। ডিজিটাল বাংলাদেশ এ ডিজিটাল পড়ালেখা। আর সাথে ডিজিটাল হাসি।।।।।।।।।।।।হিহিহিহিহিহিহহি।

ভাই প্রথম কথা ফান ইংলিশ নামটা অলরেডি বুকিং।তারপরের কথা আপনি যে ধরনের কথা বলতেছেন এই ধরনের সাইট ম্যানেজমেন্ট করা কঠিন কাজ।বানানোটাও কঠিন কিন্ত হয়ত কাউকে দিয়ে বানিয়ে নিতে পারবেন।তারপর আপনি যেহেতু সাইটের এডমিন তাই আপনার নূন্যতম কিছুটা হলেও ওয়েবসাইট ডেভেলেপম্যান্ট সম্বন্ধে জানতে হবে ।তাই আমার ব্যাক্তিগত মত হল http://www.Linkinworld.com ভাই যেহেতু আপনাকে হেল্প করার ব্যাপারে আগ্রহী এবং ফ্রেবুয়ারির আগে হেল্প করতে পারবেনা তাই আপনি অপেক্ষা করেন এবং এই সময়ের মধ্যে html,php,mysql এগুলোর শিখার চেষ্ট করতে থাকেন। কারণ সাইট ম্যানেজমেন্টের ব্যাপারে কেউ আপনাকে প্রতিদিন হেল্প করবেনা।নিজের কাজ নিজেই করতে হবে

    ভাই html,php,mysql এগুলো কোথা থেকে শিক্ষব। আর আপনাদের সাহায্যও লাগবে।

Level 0

ভাই আপনি কিছুই পারেন না, কিছুই জানেন না.. আপনাকে ওয়েবসাইট বানানোর বুদ্ধি কে দিয়েছে ??? আপনি চা-ই বানান ওটাই ভালো ।

    ভাই আমি চা বানাই না আর সব কিছু মানুষ মায়ের পেট থেকে শিক্ষে আসে তবে আমার মনে এই পৃথিবীতে যত কাজ আছে সব কাজ আপনি আপনার মায়ের পেট থেকে শিক্ষে এসেছেন।

php html mysql css Jave script শিখতে আপনি http://www.w3schools.com এই সাইট এ ভিসিট করতে পারেন | এবং electronics শিখতে http:www.electronic-home.co.cc এই সাইটে ভিসিট করতে পারেন |

php html mysql css Jave script শিখতে আপনি http://www.w3schools.com এই সাইট এ ভিসিট করতে পারেন | এবং electronics শিখতে http://www.electronic-home.co.cc এই সাইটে ভিসিট করতে পারেন |

    ভাই প্রথমে তো আমাকে জানতে হবে যে এগুলো কি।

Level New

ভাই আগে নিজে কিছু শেখার চেষ্টা করেন।কারন আপনি একটা জিনিস বানাবেন কিন্তু আপনার যদি কোনো ধারনাই না থাকে তাহলে কাজের গুণগত মান কখনই সর্বোচ্চ মানের হবে না।
আমি জানিনা,পারিনা ,কি করবো শুধু এইসব বলে বসে থাকলে হাজার টিউনার সাহায্য করলেও আপনার সাইট কখনই আপনার মনের মতো করতে পারবেন না।
উদ্যোগটির জন্য ধন্যবাদ।শুভকামনা রইল।

    ভাই দয়া করে বলেন ওয়েবসাইট তৈরি করা শিক্ষে কিভাবে?

সিয়ন ভাই আমি আপনাকে সাহস দিচ্ছি এগিয়ে যান।আপনার অবস্বা আমারও।জিদের বসে তারপরেও একটা সাইট বানিয়েছি।(আমার ছবি কিংবা নামের উপরে ক্লিক করলেই সাইটটি দেখত পারবেন)।আমি কিছুই জানতামনা।সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে তারপরেও ৬/৭ ঘন্টা সময় দিয়েছি সাইটটির পিছনে।এখনও দিচ্ছি।যা কিছু শিখেছি তা নিজে নিজেই।পর্দার আড়ালে সহযোগিতা নিয়েছি টেকটিউন এবং অনান্য সাইটের লেখকদের।প্রাথমিক জ্ঞান না থেকেও যে পেরেছি এটাই বড় কথা।

    ধন্যবাদ ভাই। আপনার ওয়েবসাইট-এর ঠিকানাটা দিবেন?

আমার ছবি কিংবা নামের উপরে ক্লিক করুন তাহলেই পেয়ে যাবেন।অথবা এখানে ক্লিক করুন http://lalsobujerdeshe.wordpress.com/
কে কি বললো তা না শুনে আপনি এগিয়ে যান।আশা দেবার যেমন মানুষ আছে তেমনি নিরাশ করা লোকেরো অভাব নেই।ভালো থাকবেন।

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি যে ওয়েবসাইট-এর বর্ণনা দিয়েছি সেটি অনেকটা আপনার সাইটের মতই হবে। এই সাইটের কাজ শুরু করেছিলেন কোন সফটওয়ার দিয়ে?