কিভাবে উইন্ডোজ দিব?ডি ভি ডি ড্রাই বার কাজ করে না

টি টি এর সকল ভাইদের কে সালাম জানিয়ে আমি আমার সমস্যার কথা বলতে শুরু করলাম। আমি প্রায় ২ বছর ধরে আসুস এর একটা ল্যাপটপ ব্যাবহার করছি কিন্তু এটা তে মাঝে মাঝে  ডি ভি ডি  ড্রাই বার টা সমস্যা করত। গত ১৫ দিন ধরে এই  ড্রাই বার টা কাজ করছে কিন্ত শোও করছে না, ফলে আমি উইন্ডোজ দিতে পারছি না।  তাছারা কোন ওয়াই মেক্স যেমনঃ কিউবি বা বাংলা লায়ন কোন টা সাপোর্ট করছে না ফলে আমি ইন্টারনেট ব্যাবহার করতে পারছি না। উল্লেখ, আমি ১ বছর কেস্পারস্কাই ব্যাবহার করি এবং এর মেয়াদ শেষ হওয়ার পর  থেকেই এমন নানা বিধ সমস্যা দিচ্ছে। তাই আমি মনে করি উইন্ডোজ দিলে সেটা ঠিক হয়ে যাবে । কেননা উইন্ডোজ এর ৩ মাস হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হল দিব কেমনে?

ডি ভি ডি  ড্রাই বার টা তে কোন সিডি বা ডি ভি ডি  লাগালে ঘুরে ঠিকি কিন্ত কোন কাজও যেমন করে না তে তেমনি শোও করে না।

N.B: আমি বর্তমানে উইন্ডো জ ৭ ব্যাবহার করছি । এক্স।পি বা ৭ যে কোন একটা দিতে পারলেই হবে।

যদি কোন বিজ্ঞ ভাই আমার এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন তা হলে খুবই উপকৃত হতাম। আমার facebook [email protected]

Level 0

আমি সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am very simple man


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

windows 7 or xp image file download korun. ultra iso diye pendrive e burn koriye nin. ultra iso niye tune hoyeche. ektu porlei bujhte parben. computer er boot setup e giye usb harddisk k 1si priority din. erpor normal setup din.
osubidha hole janaben….