সকলের কাছে আমার অনুরোধ একবার হলেও আমাকে সাহায্য করুন। আমি বড় বিপদের মধ্যে আছি।

আসসালামু আলাইকুম

আপনারা সকলে কেমন আছেন? আসা করি আল্লাহ রহমতে ভালোই আছেন।

কিন্তু আমি তেমন ভাল নেই, কারন আমি অনেক বড় ধরনের সমস্যাই পড়েছি।

আমার সমস্যাটি হচ্ছে windows সংক্রান্ত।

আমার কম্পিউটার মাঝে মাঝে হ্যান করে। আমি প্রথমে ভেবেছিলাম ভাইরাস সংক্রান্ত কারনে হ্যান করছে।

তাই আমি কম্পিউটার windows দিই।

কিন্তু তারপরও সমস্যা করছে।

D Drive এ  pagefile.sys সিস্টেম ফাইল নামে একটি file হিডেন অবস্থায় আছে যার  size 2.92 GB।

আমি ডিলিট করতে গেলে ডিলিট হয় না। তাই Unlocker দিয়ে ডিলিট করি।

কিন্তু এটি ডিলিট করার কিছুখন পর কম্পিউটার Restart হয় এবং পুনরায় D Drive এ  pagefile.sys সিস্টেম ফাইল নামের সেই ফাইলটি দেখা যায়।

এমতঅবস্থায় আমি কি করব দয়া করে যদি জানান তাহলে উপকৃত হব।

সকলকে ধন্যবাদ।

Level 0

আমি Md. Mashudur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

pagefile.sys ta holo apner windows er CACHE file, eti KHOTIKOR NOY.
Apner somossa onno kothao.

1/Windows setup deoar por HD er drive gulote double click korar fole khub sohojei apnar pc abaro virus e akranto hoye thakte pare.

2/Apner CPU er heating problem hote pare.hoyto processor or other hardware beshi gorom hocche ebong FAILSAFE hishebe pc reboot korche. Heatsink change or cpu fan thikmoto cholche kina dekhun, BIOS e dhuke sobkichur temparature 38* er niche ache kina dekhun.

3/Ram e carbon jome ba onno problem hoye thakte pare.
rubber/eraser diye ram er conector gulo ghoshe dekhun.

4/Hard DIsk e BAD SECTOR pore thakte pare,sekhetre CHKDSK korun, proyojone HD change korun.

apatoto egulo try kore dekhun.

ভাই তথ্য গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি তো windows দিয়েছি c drive এ তাই পেজ ফাইল তো c drive এ থাকার কথা।

আপনি কোন উইন্ডোজ সেটআপ দিয়েছেন বলেননি। আপনি একটি কারযকরি এন্টিভাইরাস ব্যবহার করুন। আমি MSE ব্যবহার করি। দিতিয়ত আপনি প্রথমেই যেই উইন্ডোজ সেটআপ দিন না কেন, সেটআপ এর আগে ভাল করে সি ড্রাইভ ফরম্যাট দিয়ে নিন। আর রেজিস্ট্রি ক্লিনার ব্যবহার করুন। আমি সি ক্লিনার ব্যবহার করি।

ভাই আমার কাছে একটা সাজেশন আছে ,আপনি আপনার কম্পিউটার এর হার্ডডিস্ক এর সবকিছু অন্য কম্পিউটার এ বাক আপ করে তারপর আপনার কম্পিউটার পার্টিশন দিয়ে আবার সবকিছু আপনার কম্পিউটার এ নিয়ে আসুন আশা করি আপনার সমসসা সমাধান হবে .আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন সফটওয়্যার ইনস্টল দিবার সময় তা লোকাল ডিস্ক সি তে যাচ্ছে কিনা তা নিশ্চিত হবেন .এবং নরটন ফুল ভার্সন ইন্টারনেট সিকোরিটি ব্যবহার করবেন .ইনশাআল্লাহ কোনো দিনও আপনার কম্পিউটার কোনো সমস্যা করবেনা .ভালো থাকবেন .

vai apnar sob gula drive delat dita hoba ta na hola hoba na ar apne ke ante vairas use koran xp na w7 use koran amake bolan ar apnar computarer configar bolan dakhe apnar jonno kono kecu korta pare ke na

আপনাদের সবাইকে ধন্যবাদ সাহায্য করার জন্য। সাগর ভাই এর সাজেশন এর পরিপেক্ষিতে বলছি- ভাই আমি আমার হার্ড ডিক্স এর সকল তথ্য অন্য কম্পিউটারে ব্যাক আপ করে। windows 98 cd এর মাধ্যমে পার্টিশন দিলে গেলে আমার হার্ড ডিক্স ৫০০ জিবি. কিন্তু পার্টিশন দেওয়ার সময় দেখায় ১৮ জিবি. কিন্তু xp দেওয়ার সময় ৫০০ জিবিই দেখায়। আর xp দেওয়ার সময় যখন আমি c drive format দিতে যাই তখন একটি মেসেজ দেখায় তা হল আপনার c drive এ ms dos or others windows verson is install. তুমি অন্য কোন ডাইভ সিলেক্ট কর। কিন্তু আমি তা সত্তেও সি ডাইভ format দিয়ে windows xp setup দিই । ভালভাবে setup নেয় কোন সমস্যা দেখা দেয় না। আর shahadatallamen ভাই সাজেশন এর পরিপেক্ষিতে বলছি- ভাই আমি আমার হার্ড ডিক্স এর সকল drive গুলো এক করেও আবার নতুন করে পাটির্শন দিয়ে কোন ফল পাচ্ছি না। আমি AVG 2011 Free Edition ব্যবাহার করি। এটি ফুল আপ টু ডেট কোন মোমরী স্কান দিলে ভাইরাস থাকলে ধরে। কিন্তু আমার আমার কম্পিউটার স্কান দিলে কোন ভাইরাস ধরে না। বিষয়টি নিয়ে আমি খুব চিন্তিত আপনারা যদি কেউ এর সঠিক সমাধান দিতে পারেন তা হলে খুব উপকার হয়।