আমার মনিটরে সমস্যা। প্লিস হেল্প মি।

আমি স্যামসাং মনিটর ইউস করি। সম্প্রতি আমার মনিটরের নিচের দিকের কিছু অংশ কালো হয়ে গেছে। ওই জায়গার পিক্সেল নস্ত হয়ে গেছে। এতে আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে। নছের বারের কিছুই আমি দেখতে পারিনা। মনিটরের নষ্ট পিক্সেল ঠিক করার কি কোন বেবস্থা আছে? কেউ জানলে দয়া করে জানাবেন।

আর যদি নষ্ট পিক্সেল ঠিক করার কোন বেবস্থা না থাকে তাহলে আমি আমার মনিটরের যে অংশ কাজের জন্য বেবহার হয় তা ছুট করতে চাচ্ছি। মানে আমি আমার স্টার্ট বারটা একটু উপরের দিকে তুলে দিতে চাচ্ছি, মানে কালো অংসের উপরে স্টার্ট বারটা থাকবে। সেটা কিভাবে করতে হয় কেউ কি জানেন? আমি নিজেই করতে পেরেছিলাম কিন্তু তাতে মাই কম্পিউটার লেখাও উপরে উঠে জায়। আমি চাচ্ছি যে স্টার্ট বারটাও উপরে উথবে কিন্তু মাই কম্পিউটার আগের জায়গাতেই থাকবে। কেউ দয়া করে আমাকে একটু বিস্তারিত জানাবেন। খুব ঝামেলায় আছি ভাই। কোন কাজি করতে পারছি না। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।

আমার মনিটরের বর্তমান অবস্থা নিম্নরপ।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১-*আপনার মনিটরের পিকসেল নষ্টো হয়নি।সেকে প্রচন্ড চাপ পড়ে ছে।আপানর কে অনেক সময় পিসি অন রাখতে হবে।কালো দাগটা তাহলে ৩ ভাগের ২ ভাগ কমে জাবে।আপনি অনেক সময় ধরে পিসি রান রাখুন।তাহলে মনিটরের পিকসেল এর লিকুইট টি সরে জাবে।আমর অবিগ্তায় ৪ টা পিসি ঠিক হয়েছ।

২-*আপনি আপনার পিসি তে যে মেনু আছে তাতে গিয়ে ইমেজ নামে একটা অফশন আছে,সেখানে রেটএংগেল এর মতো এক টা সাইন আছে,আপনার পিসির সুইস দিয়ে ঠিক করুন ।

Level 0

Without this, You can change your PC resolation. In Free Desktop>Right button click>Properties>Settings>
Screen Resolution a change current resolution to Higher resolution try. Then Total Picture will come in small size. For this you must have a High Resolution Graphics card. If you have not any AGP card, then follow 1st comments 1st procedure. Thanks.

taskbar uthanor jonno taskbar e right button click korun. Then propertise. Then taskbar tab e jeye “lock the taskbar” option ti unchek korun. Ok die ber hoye asun. Then taskbarti line e click kore upore move korun.
Good luck.