প্রথম চেক পাওয়া ও কিছু কষ্টের কথা। আমি জানতাম না বলে ঠকেছি, আপনি জেনে নিন, ঠকবেন না।

গত মাসে প্রথম এডসেন্স এর চেক পেয়েছিলাম। ক্যাশ করার জন্নে ইসলামি ব্যাংক এ একাউন্ট করলাম। চেক ও জমা দিলাম। কিন্তু, জমা নেয়ার পর ব্যাংক কর্মকর্তা বললেন, টাকা ক্যাশ করাতে লাগবে প্রায় ৪,০০০ টাকা। শুনে, তো আমার মাথা নষ্ট। এত কষ্ট করে ইনকাম করলাম, আর শুধু শুধু ৪,০০০/= টাকা দিয়ে দিতে হবে ভেবে মনটা দমে গেলো। কারণ, জানতে চাইলে বলল, উনারা নাকি চেক DHL এ পাঠাবে। আর তার জন্নে খর‍্চ হবে প্রায় ১৫০০ টাকা, এরকম আরও অনেক চার্জ আছে। তাই, টেক্টিউন এর সবার কাছে জানতে চাচ্ছি যে, যারা এডসেন্স চেক ভাঙ্গিয়েছেন, তারা কিভাবে, কত খরচে, কোন ব্যাংক থেকে ভাংগিয়েছেন? দয়া করে একটু জানাবেন কি?

মডারেটরদের প্রতি অনুরুধ। টিঊন সাহায্য/ জিজ্ঞাসা বিভাগে পাঠাবেন না। সমাধান না পাওয়া পর্যন্ত। 

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

সব ব্যাংকই তাদের চার্জ বাড়াচ্ছে। তবে IFIC ব্যাংক এখনো ৫০০ টাকাই রাখে। আর ৪০০০ টাকা চার্জ রাখাটা খুব একটা অদ্ভুত না!

IFIC ব্যাংক এ ক্যাশ হতে কতদিন সময় লাগে? Account করতে কি কি লাগে?

Level New

১ সপ্তাহের মতো। একাউন্ট করা অন্য সাধারণ ব্যাংকের মতো। তবে মতিঝিলের ব্রাঞ্চে একাউন্ট খোলার চেষ্টা করবেন।

আমি নিয়মিত সিটি ব্যাংকে নিয়মিত চেক ভাংগায়।তারা সার্ভিস চার্জ রাখে ৩৫০ টাকা এবং সময় এক মাস কিন্তু সবচেয়ে তাদের খারাপ দিক হলো তারা আমার কাছে ১৫০টাকার ষ্টাম্প এ মুসলেকা নেয় যাতে লেখা থাকে এই চেকের সকল দায়দায়িত্ব আমাকে বহন করতে হবে। আমার অন্য ব্যংকে ট্রাই করার সময় কম। আমি থাকি নারায়নগঞ্জ এর পাগলায়।

আমি এ থেকে পরিত্রান পেতে চায়।

http://www.paymentbd.com / http://www.paypalbd.com এ যোগাযোগ করে দেখতে পারেন। তারা বিভিন্ন সাইট থেকে টাকা তুলে দেয়।

    Level 0

    @মোঃ নাজমুস সাকিব: ‘PayPalBD’ only pay kore dae tader credit card/paypal diye, aage apnar theke cash niye nibe…Tara check vangay dae na…..eta sudhu pare Bank, ar ekek Bank e ekek rokom charge…PayPalBD ekta dakat, iccha moto charge kate….so keu khub bipode na porle tader diye kono khane pay na koranotai better…