
সবাই কে আমার সালাম রইল।
সবাই জানেন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে কত কস্ট করতে হয়। অনেক কস্ট করে একটা
অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেলাম। কিন্তু ব্লগে অ্যাড দিলে অ্যাড শো করছে না। আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট
এ নিচের মেসেজ টা থাকছে।
আমি কোনো ভাবে অ্যাকাউন্ট টা দ ঠিক করতে পারলাম না।
দয়া করে অভিজ্ঞরা আমাকে হেল্প করুন।
আমি tareq920। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটা প্রশ্নের উত্তর দিবেন? যেই অ্যাডসেন্স পাইতে এতো কষ্ট করেছেন তার টার্মসগুলা কখনো পড়ে দেখেছেন? আপনার স্ক্রীণশটের মধ্যে লাল কালিতে গুগল কি লিখে রেখেছে? আপনার এপ্লিকেশন তারা এখনো রিভিউ করেনি। তারপরের লাইনটাও পড়েন। এডসেন্স এর জন্য এতো কষ্ট, তাকে পাবার আগে তার সম্পর্কে জানুন, কাজে লাগবে পাবার পর। নতুবা পাবেন এবং হারাবেন।