Adobe Illustator10 এ ক্যালেন্ডার তৈরীর সময় কলাম ও রো এর দাগ দিতে সহায়তা করুন।

আমি নতুন Adobe Illustator10 দিয়ে কাজ করি। আমি Adobe Illustator10 দিয়ে ক্যালেন্ডার তৈরীর সময় কলাম ও রো এর দাগ দিতে পারলাম না । যা আমি নিচে চিত্রে দিলাম।

আমি যেভাবে তৈরী করলামঃ প্রথমে একটি Rectangle তৈরি করে। টুলবক্স হতে টাইপিং টুল একবার ক্লিক করে, Rectangle এর top and right প্রান্তের কর্ণারে একটি ক্লিক করে।
এই অবস্থায় টুলবক্স এর সিলেকশন টুলটি তে ক্লিক করুন এবং Type মেনু হতে Rows & Columeএ ক্লিক করে।
Rows এ Number= 6, Gutter = 0 In এবং Columns এ Number= 7, Gutter = 0 In মান নির্ধারন করে OK তে ক্লিক করে।

আমি যে রকম চাই তার চিত্র নিচে দিলাম।

বা অন্য কোন পদ্ধতিতে Rows & Colume সহ করা যায় কিনা দয়াকরে আমাকে জানাবেন।

Level 2

আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

go to drop-down option then path then split into grid, ai option theke apni sohoje e akta rectangular ka devide korte parben

Level 0

ভাইজান ইলাষ্ট্রেটরের টুল বক্সে দেখেন কলমের মত একটি টুল আছে এটাকে পেন টুল বলে আপনি এই টুলস টি দিয়ে যে কোন শেপ তৈরী করতে পারবেন। আপনি এটা দিয়ে কলাম, রো সবই আকতে পারবেন। তবে কলাম বা রো যাই আকতে যান না কেন আপনাকে অবশ্যই সিফট কী ধরে কাজটি করতে হবে নইলে লাইন বাকা হয়ে যাবে। আপনি চাইলে পরীক্ষা করতে পারেন। ধন্যবাদ।