Adsence এ অভিজ্ঞ ভাইদের কাছে কিছু প্রশ্ন ।

আজ আমি আমার টেকটিউনসের ঐ সকল ভাইদের কাছে একটি বিষয় জানতে চাই জারা adsence বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন ।আমি একটি সাইট তৈরি করি এবং নিয়মিত সাইটটি আপডেট করে আসছি ।এটি blogger দিয়ে তৈরি এবং co.cc এর ডোমেন ব্যাবহার করেছি ।মাত্র এক মাসে সাইটটি বেশ ভালই জনপ্রিয় হয়ে উঠেছে ।তাই ভাবলাম adsence এ অ্যাপলাই করবো কিন্তু একটু নেট ঘাটাঘাটি করে জানতে পারলাম adsence এ co.cc এর ডোমেন সাপোর্ট করেনা ।তাই ভাবলাম bloggerএ আমি প্রিমিয়াম অর্থাৎ .com এর ডোমেন ইউজ করবো সেখেত্রে এটিকি adsence সাপোর্ট করবে ?

Level 0

আমি Md.Anamul Hasan Lemon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://music9xm.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনদের কাছে আমার দুইটি প্রশ্ন 1) co.cc কি সত্যই Adsence সাপোর্ট করে না ?
2)blogspot অর্থাৎ blogger ব্যাবহার করে এতে .com এর ডোমেন সেটাপ করলে এই সাইটি কি Adsence সাপোর্ট করবে ?
প্লিজ ভাই এই বিষয়ে এমাকে একটু হেল্প করবেন আশাকরি ।

    ১) গুগল co.cc এখন ইনডেক্স করেনা এটা এখন গুগল ব্যন করে দিছে। তাই এটি এডসেন্স দিবেনা ।
    ২) .com সেটআপ করলে অবশ্যই সাপোর্ট করবে। আর আপনি চাইলেই ডোমেইন ছাড়া শুধু ব্লগস্পট ব্যবহার করেও এডসেন্স একাউন্ট পেতে পারেন।
    ৩) আর এডসেন্সে একাউন্ট পাওয়ার পর আপনি আপনার সাইটের লিংক আর কোন বাংলা ব্লগ অথবা ফেইসবুকে শেয়ার করবেন না। কারন এতে করে আপনার উপর কেউ হিংসা করে আপনার সাইতে ইনভিলিড ক্লিক করলে আপনার আকাউণ্ট ব্যান হয়ে যাবে। সুতরাং আগে ভাগেই সতরক হয়া ভালো।
    @লিমনআল্ট্রাটেন:

Level New

moviepc.co.cc সাইটের জন্য এডসেন্স ভালো নাও হতে পারে। কপিরাইট নিয়ে জটিলতার জন্য এডসেন্স পেলেও ব্যান হবার সম্ভাবনা ৯৯.৯৯৯%।