নুটবুকে কিছুতেই Wi -Fi connect করতে পারছিনা. প্লিস হেল্প মি.

আমি সম্প্রতি acer এর একটি নুটবুক কিনেছি. কিন্তু আমার নুটবুকে কিছুতেই Wi -Fi connect করতে পারছিনা.
কিভাবে connect করব কেউ কি একটু বিস্তারিত জানাতে পারেন. জানালে খুব উপকৃত হব. আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম.

আমি সম্প্রতি acer এর একটি নুটবুক কিনেছি. কিন্তু আমার নুটবুকে কিছুতেই Wi -Fi connect করতে পারছিনা.
কিভাবে connect করব কেউ কি একটু বিস্তারিত জানাতে পারেন. জানালে খুব উপকৃত হব. আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম.

আমার নুটবুক এর মডেল

acer

aspire one 722

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

APONAR AMAKA AKTA MISS CALL DAN AI NUMBER A (+966532491419). AR JODI SAMADAN PAYA JAN TAHOLA MISS CALL DAOAR DORKAR NAI.. OH R AKTI KHOTHA APONE KE KONO WI FI DEVICE KINASEN, NA ACER AR WI FI A CONNACTION KORTA CAN?

    মোঃ আল মামুন ভাই আমি acer এর চাই WI-FI এ কানেক্ট করতে চাই.

Level 0

1.wlan বা wireless driver install koresen?????
2.wi-fi এর জন্য আপনার চারপাশে wi-fi নেটওয়ার্ক থাকা লাগবে।
কিছু কিছু ক্ষেত্রে wi-fi নেটওয়ার্ক এ প্রবেশ করতে password লাগে।

বনি ভাই আমি wi -fi zone এর মধ্যেই আছি. কিন্তু প্রাথমিক ভাবে যে wi -fi ড্রাইভার ইনস্টল করতে হয় ওটাই আমি করতে পারি না. এর জন্য কি আলাদা কোনো সফট উইস করতে হবে? একটু বলবেন কি?

wi -fi ড্রাইভার কি নেট থেকে download করা যাবে? download লিঙ্ক তা কি দিতে পারেন?

১.আপনার মাদারবোর্ডের software cd কী install করেছেন ? যদি না করে থাকন তবে install কর নিন।

২। দেখুন আপনার নোটবুকে কোনো Wi-fi ও Bluetooth এর বাটন আছে কি না ।যদি থাকে তবে তা On করে নিন। তবে সব মডেলে এই বাটন থাকে না ।যেমন আমারটাতে নেই।যদি থাকে তবে তা On করে নিন।

৩। দেখুন আপনার নোটবুকের Key pad এ Fn বলে একটা Key আছে । সাধারণত এটা বাদিকের ‘Ctrl’ key এর আশেপাশেই থাকবে। এবং আপনার Keyboard এর উপরের দিকে F1 ,F2 , F3,…………..F12 নামক যে key গুলো আছে। তার কোনো একটাতে নেটওয়ার্ক বা মোবাইলের টাওয়ারের মতো চিহ্ন করা আছে।যেমন এটা আছে আমার F9 key তে ।আমারটা samsung net book N148 মডেল।

এবার আপনাকে যেটা করতে হবে ঐ Fn এবং ঐ নেটওয়ার্কের টাওয়ার আঁকা Key একসঙ্গে টিপতে হবে ,আমারটায় যেমন Fn এবং F9 একসঙ্গে টিপতে হবে।তাহলেই Wi-Fi চালু হবে আপনার নোট বুকে।

৪।এবার আপনার স্ক্রীনের ডানদিকের নীচে তাকান (যদি Windows 7 হয়) সেখানে দেখবেন Network এর যে Icon আছে সেখানে দেখাচ্ছে ‘Connection are available’ । এখান থেকে কানেক্ট করে নিন।

যদি Xp হয় তবে control panel এ গিয়ে Network and internet connection থেকে set up a new connection করে নিন। আশা করি কানেকশান হয়ে যাবে।

৫।আর এত কিছু করার পরেও যদি কানেকশান না করতে পারেন ,যেমন আমার বড় শালার DELL ল্যাপটপে হয়নি। সেক্ষেত্রে কী করবেন ?

বন্ধু ,
ভেঙে পড়ার কোনো কারণ নেই ,এর সমাধান ও আমার কাছে আছে ।

আপনি লিনাক্স উবুন্টু সেটাপ দিন।অবশ্যই ডুয়ালমোডে। অর্থাৎ Windows ও থাকবে আবার Linux ও থাকবে। ফলে আপনি যেটা খুশি ব্যবহার করতে পারবেন। ইনস্টল করার পরে নিচের ডানদিকে দেখবেন নেটওয়ার্ক icon আছে ।সেখান থেকে just কানেকশান করে নিন । হয়ে যাবে।

আমার বড় শালার ডেল -এ আমি উইন্ডোজে wi-fi কানেকশান করতে পারি নি ।কারন মাদার বোর্ডের cd- ই install হচ্ছে না ।কিন্তু সে ল্যাপটপেই অতি সহজে লিনাক্স উবুন্টুতে কানেকশান করতে পেরেছি কম্পিউটারে একেবারে আনাড়ি হওয়া স্বত্বেও ।

কী মজা বলুনতো !

এভাবে করে কাজ হল কিনা কষ্ট করে একটু জানাবেন ।
আপনারটায় যদি wi-fi কানেকশান করতে পারেন তবে আপনার মতো আমিও খুব আনন্দ পাবো।

    Sobujer Abhijan vai connection are available ai porjonto jete parchi. kintu connect a click korle username & password chay.

এক কাজ করেন আপনার মোবাইল নাম্বারটা দেন আমি ফোন বলে দিব।

মোঃ আল মামুন vai, amar phone number 01743-585756.
apnar phoner opekkhay roilam.

Level 0

Sobujer Abhijan ভাই কে follow করেন।তাহলেই হবে।

একটা কাজ করতে পাড়েণ।এই ঠিকানাই আপনার মডেল SELECT করে WIRELESS DRIVER এর সফটওয়্যার টা DOENLOAD করে INSTALL দেন।

http://us.acer.com/ac/en/US/content/drivers

1। আপনি কোন OS ব্যবহার করছেন ? Xp or 7 ?

2.Wi-fi Zone বলতে কী বোঝাতে চাইছেন ?

ক) আপনার নিজের ব্রডব্যান্ড – Wi-fi আছে ?

খ)আপনি কোনো Multi complex Zone এ আছেন যেখানে সেই free zone এ উপস্থিত সবাই তাদের ল্যাপটপে wi-fi connect করে free নেট করছেন ?

গ)আপনার প্রতিবেশী কারো ব্রডব্যান্ড আছে ,আপনি তার wi-fi কানেকশান আপনার ল্যাপটপে দেখতে পারছেন এবং আপনার ল্যাপটপ সেই wi-fi তে connect করতে চাইছেন ?

-কোনটা ?একটু পরিষ্কার করে বললে সুবিধা হত ।

Ami windows 7 use kori. Ar Wi-fi Zone বলতে কী বোঝাতে চাইছেন ? Ai question ar uttore ami apnar ai point ai achi.

*আপনি কোনো Multi complex Zone এ আছেন যেখানে সেই free zone এ উপস্থিত সবাই তাদের ল্যাপটপে wi-fi connect করে free নেট করছেন ?

তাহলে তো সেখানে automatic connection পাবার কথা । আপনি পরিচিত কারো কাছে জিজ্ঞাসা করুন তারা কী User Name ও Password দিচ্ছে।সেটা দিলেই হয়ে যাবে।