মেমরি কার্ড থেকে ফাইল কম্পিউটারে কপি হয়না. প্লিস হেল্প মি.

আমার মোবাইলের মেমরি কার্ড থেকে কিছু ফাইল আমার কম্পিউটারে কপি করা খুব দূরকার. কিন্তু মেমরি কার্ড থেকে ফাইল কপি করে কম্পিউটারে পেস্ট করলেই নিচের মেসেস টি দেয়. ফাইল কপি হয়না. কেও কি কপি করার কোনো উপায় বলতে পারেন? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম.

আমার মোবাইলের মেমরি কার্ড থেকে কিছু ফাইল আমার কম্পিউটারে কপি করা খুব দূরকার. কিন্তু মেমরি কার্ড থেকে ফাইল কপি করে কম্পিউটারে পেস্ট করলেই নিচের মেসেস টি দেয়. ফাইল কপি হয়না. কেও কি কপি করার কোনো উপায় বলতে পারেন? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম.

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার মেমরি কার্ডে record000 পাইলটা বাদ দিয়ে বাকি গুলো কপি পেস্ট করে দেখেন আশা করি হবে|

যদি আপনার মেমরি কার্ডটি বড় মাপের হয় ,তবে আমার কাছে সমাধান আছে । আপনার কার্ডের একটি কোনায় লক বাটন আছে। ওটাকে আনলক পজিশনে আনুন।এবার কপি করুন কপি হবে।

ছবি দিয়ে বুঝিয়ে দিলে আপনার পক্ষে বোঝা সহজ হত কিন্তু মন্তব্যে ছবি কী ভাবে যোগ করতেয় তা আমি জানিনা।

আমার পদ্ধতিতে আপনার সমস্যার সমাধান হল কী হল না জানাবেন।

হাছান ভাই আমি অভাবে দেখেছি. কিন্তু প্রত্যেকটি ফাইল একটা একটা করে কপি দিলেও এই একই মেসেস দেয়.
Sobujer Abhijanভাই আমার মেমরি কার্ড ১ জি বি. মিকো এস ডি. কোনো লক option নেই.