Window7 এ Nero চাড়া VCD বা DVD তৈরীর কোন ব্যবস্থা আছে কী?

Windows7 এ Nero setup দিতে পারলানা । কিন্তু VCD বা DVD তৈরীর দরকার জরুরী। এখন কোন ব্যবস্থা আছে কি?
আর এই VCD বা DVD গুলো DVDতে চালাতে হবে। এখন কি করতে পারি। আর দেখলাম Windows7 এ Burn করার পোগ্রাম আছে কিন্তু কীভাবে জানি না। এবং এগুলো DVDতে চলবে কিনা তাও জানি না।

Level 2

আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আছে। এটা করতে ইউজ করেন DVD Flick 14MB 🙂

    @মিনহাজুল হক শাওন: মিনহাজুল হক শাওন ভাই, ডাউনলোড করছি, কিন্তু কিভাবে VCD/DVD তৈরী করে বললে খুবই উপকার হবে

      @ওহাব: আসলে আমি তো লিনাক্সে, তবে যতদুর মনে পড়ে যেকোন ভিডিও অ্যাড করবেন, তারপর সেটিংস দিবেন, মানে ডিভিডি না কেমন কি কোয়ালিটি চান এই আরকি, তারপর ফিনিশ বাটনে ক্লিকালে আপনার My Documents ফোল্ডারে প্রোজেক্টের নামে ফোল্ডার তৈরী হবে এবং সেটার মাঝে ডিভিডির মত Video_TS Autio_TS আর VOB BUP ফাইলগুলা আসবে। সেগুলা ঠিকমত ডাটা ডিভিডি বানালেই কাজ হয়ে যাবে 🙂